বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি বাজারে সবজি কিনতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে সাধারণ মানুষের। লাফিয়ে বৃদ্ধি পেয়েছে প্রায় প্রতিটি সবজির দামই। যদিও, সেগুলির মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে টমেটোর (Tomato) দাম। সমগ্ৰ দেশজুড়েই টমেটো কেনার আগে বারবার ভাবতে হচ্ছে আমআদমিদের।
এমনকি, অবস্থা এতটাই বেগতিক যে, ইতিমধ্যেই ম্যাকডোনাল্ডস এবং বার্গার কিংয়ের মতো একাধিক নামিদামি রেস্তোরাঁ তাদের মেনু থেকে টমেটো বাদ দিয়েছে। ক্রমশ বেড়েই চলছে রান্নার ক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয় এই উপকরণের দাম।
তবে, এবার টমেটোর দাম বৃদ্ধির আবহেই সামনে এসেছে এক অবাক করা খবর। যেটি জানার পর রীতিমতো চমকে যাবেন সকলেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার কর্ণাটকের এক কৃষক পরিবার টমেটো বিক্রি করেই আয় করেছে ৩৮ লক্ষ টাকা।
এমতাবস্থায়, এই ঘটনাটি সামনে আসার পরেই বিষয়টি জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন সকলেই। জানা গিয়েছে, কর্ণাটকের কোলার এলাকার ওই কৃষক পরিবার তাদের মোট ৪০ একরের ফার্মে টমেটোর চাষ করেছিল। এদিকে, এই বাজারেই ২০০০ বাক্স টমেটো বিক্রি করেছে তারা। যার ফলে দুর্দান্ত লাভের সম্মুখীন হয়েছে ওই কৃষক পরিবার।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই কৃষক পরিবারের প্রধান হলেন প্রভাকর গুপ্ত। তাঁর বাকি ভাইয়েরাও চাষের কাজে সাহায্য করেন তাঁকে। বিগত ৪০ বছর ধরে তাঁরা তাঁদের ৪০ একরের ফার্মে টমেটো চাষ করছেন। যদিও, এর আগে কখনোই এই বিপুল লাভের সম্মুখীন হননি তাঁরা।
এদিকে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে টমেটোর ক্রমবর্ধমান দামের পরিপ্রেক্ষিতে তাঁরা ২০০০ বাক্স টমেটোর ক্ষেত্রে প্রতিটি বাক্সের দাম ধার্য করেছিলেন ১,৯০০ টাকা। তবে, এর আগে ১৫ কেজির এক বাক্স টমেটোর ক্ষেত্রে ৮০০ টাকা দাম রেখেছিলেন ওই কৃষকেরা। যদিও প্রথমবার এক বাক্স টমেটো অর্থাৎ ১৫ কেজি টমেটোর দাম ১,৯০০ টাকা রাখা হয়েছে। এমতাবস্থায়, এক কেজি টমেটোর দাম হল ১২৬ টাকারও বেশি।