২০০ টাকায় লিজ নেওয়া জমি ফিরিয়ে দিল ভাগ্য, রাতারাতি ৬০ লাখ টাকার মালিক কৃষক

বলা হয় ভাগ্যের চাকা কীভাবে কখন বদলে যায় তা কেউ বলতে পারে না। ভাগ্য সহায় হলে পথের ভিখারিও রাতারাতি রাজা বাদশা হয়ে যেতে পারে৷ এমন টাই ঘটেছে মধ্যপ্রদেশের এক কৃষকের সাথে। চাষের জন্য লিজ নেওয়া মাত্র ২০০ টাকার জমির এই কৃষকের জীবন ঘুরিয়ে দিয়েছেন৷ চার সন্তানের লেখাপড়া সামলাতে এই টাকা তিনি খরচ করতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি।

images 2020 12 10T155322.435

লক্ষণ যাদব নামের এই ভাগ চাষি মাত্র ২০০ টাকা দিয়ে চাষ করবেন বলে ঐ জমিটি লিজ নেন তিনি। তারপর সেই জমিতে লাঙল দিতে গিয়েই তিনি একটি পাথর আবিষ্কার করেন। তিনি বুঝতে পারেন এই পাথরটি কোনো সাধারণ পাথর নয়। তিনি সাথে সাথে ঐ পাথর নিয়ে ছোটেন শহরের এক জহুরীর দোকানে। সেখানে তিনি জানতে পারেন ঐ পাথরটি খাঁটি হিরে যার ওজন ১৪.৯৮ ক্যারাট।

হিরেটি বিক্রি করে তিনি ৬০ লাখ টাকা পেয়েছেন।৷ লক্ষ্মণ জানিয়েছেন এই টাকা ফিক্সড ডিপোজিট করবেন তিনি। তা দিয়ে সন্তানদের লেখাপড়া করাবেন। তবে নিজের জন্য ১ লাখ টাকা দিয়ে বাইকও কিনেছেন তিনি।

এর আগে, সুন্দরবনের নদী নালায় প্রাণ হাতে করে নিয়ে কাঁকড়া ধরে পেট চালানো এক যুবক রাতারাতি হয়ে গেলেন কোটিপতি।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চড়াবিদ্যা এলাকার কুমড়াখালি গ্রামের বাসিন্দা সুভাষ দলুই এর সাথে ঘটেছে এমনটাই। মাত্র ৬ টাকার টিকিট কেটে কোটি টাকার আর্থিক পুরস্কার পেয়েছেন তিনি।

সুভাষ হতদরিদ্র এক মৎস্যজীবি। বাঘের ভয় উপেক্ষা করেই তিনি সুন্দরবন অঞ্চলের নদীতে ও খাঁড়িতে মাছ ধরেন। গত মঙ্গলবার স্থানীয় সরবেড়িয়া বাজার থেকে তিনি টিকিট টি কাটেন। সাপ্তাহিক এই লটারির টিকিটটির দৌলতেই ফিরে যায় ভাগ্যের চাকা।

বুধবার তিনি যখন এই লটারি জয়ের কথা জানতে পারেন তখন তা বিশ্বাসই করতে পারছিলেন না সুভাষ। এরপর এক যুবক তাঁর সামনে ওয়েবসাইটে টিকিটের নম্বর মিলিয়ে তাকে নিশ্চিত করেন। এই জয়ের পরেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন সুভাষ৷ খবর চাউর হতেই আশেপাশের লোকজন ভিড় জমাতে শুরু করে তার বাড়িতে।

হত দরিদ্র এই মৎস্য জীবির পরিবারে স্ত্রী, চার সন্তান, আর অসুস্থ বৃদ্ধ বাবা-মা আছেন। এতবড় পরিবার চালাতে বেশ অসুবিধাই হতো তার। এবার তিনি সবার মুখে খাবার তুলে দিতে পারবেন। ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে পারবেন এবং নিজের ভাঙা বাড়িটা সারিয়ে নিয়ে পারবেন,৷ আবেগে ভেসে গিয়ে জানিয়েছেন সুভাষ।

 

 


সম্পর্কিত খবর