দাম না পেয়ে যে ফসল নষ্ট করছিল কৃষক, নতুন কৃষি বিলের আয়ত্তায় পেলেন ১০ গুণ দাম

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে যখন দেশেরে সিংহভাগ কৃষকরা কেন্দ্রের প্রস্তাবিত কৃষি আইন (agricultural bill) প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে, তখন অন্যদিকে বিহারের (bihar) এক কৃষক এই নতুন কৃষি আইনের আয়ত্তায় তাঁর ফসলের জন্য সেরা দাম পেয়েছেন। বিহারের সমতীপুর জেলার মক্তপুর গ্রামের কৃষক ওম প্রকাশ যাদব এই নতুন কৃষি আইনের উপকার পেয়েছেন।

ঘটনাটি ঘটেছে বিহারের সমতীপুর জেলার মক্তপুর গ্রামে। সেখানকার কৃষক ওম প্রকাশ যাদব শীতের ফসল ফুলকপির চাষ করার পর বাজার খারাপ থাকায় খুব কম দামে তাঁকে এই সবজি বিক্রি করতে হচ্ছিল। প্রায় ১ টাকা কেজি দরে বিক্রি করছিলেন তিনি। এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল, যখন তিনি সমস্ত জমি ট্রাক্টর চালিয়ে ফুলকপি নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এই ঘটনার বিষয়ে জানতে পেরে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) নতুন কৃষি আইনের আয়ত্তায় কমন সার্ভিস সেন্টারে ফোন করে কৃষকদের ফসল সঠিক মূল্যে অন্য রাজ্যে বিক্রি করার ব্যবস্থা করতে বলেন। এইভাবে কৃষকদের ফসল বিক্রির জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়। সেখানেই দিল্লির এক ক্রেতা, কৃষক ওম প্রকাশ যাদবের ফসল ১০ গুণ দাম দিয়ে কেনার প্রস্তাব দেন।

অর্থাৎ, কিছুদিন আগেই যে ফসল ১ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছিল, তা এখন ১০ টাকা কেজি দরে বিক্রির প্রস্তাব পায় ওই কৃষক। এরপর ওই কৃষক ক্রেতার প্রস্তাবে রাজী হতেই তাঁর অ্যাকাউন্টে অগ্রিম অর্থ পৌঁছে যায়। তারপরই দিল্লীর উদ্দেশ্যে ফুলকপি পাঠানো হয়।


Smita Hari

সম্পর্কিত খবর