বাংলাহান্ট ডেস্কঃ দিল্লী সীমান্তে কৃষকদের আন্দোলন (farmers protest) এবার বৃহৎ এবং নিন্দনীয় আকার ধারণ করল। দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর র্যালি নির্দিষ্ট সীমা পার করে লালা কেল্লায় গিয়ে হাঙ্গামা করে। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের জায়গায় তাদের কৃষক সংগঠনের পতাকা লাগিয়ে দেয়। এই ঘটনার নিন্দা এমনকি কৃষক সংগঠনও করেছে।
কৃষক সংগঠনের দাবি, যারা ওখানে এই নিচ মানসিকতার আচরণ করেছে, তারা কেউই এই আন্দোলনের অংশ নন। তাদেরকে উস্কেছে পঞ্জাবি গায়ক ও অভিনেতা দীপ সিধু (Deep Sidhu)। ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানা ইউনিটের প্রধান গুরনাম সিং চাদুনি এমনই এক চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন।
গুরনাম সিং চাদুনির কথায়, ‘আন্দোলনরত কৃষকদের লালা কেল্লায় যাওয়ার কোন পূর্ব পরিকল্পনা ছিল না। আন্দোলনকারীদের সেখানে নিয়ে গিয়েছিলেন পঞ্জাবি গায়ক ও অভিনেতা দীপ সিধু’। কৃষক সংগঠনের মুখপাত্র রাকেশ টিকায়েত জানিয়েছেন, ‘আমরা জানি, কারা এদিন লালাকেল্লায় গোলমাল করেছে। জানি শুধু তাই নয়, চিহ্নিতও করা হয়েছে সেই সমস্ত মানুষগুলোকে’।
এবিষয়ে স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদব(Yogendra Yadav) বলেছেন, ‘কৃষক আন্দোলনের প্রথম থেকেই আমরা সকলে দীপ সিধুর বিরোধিতা করে আসছি। এমনকি লালকেল্লায় হাঙ্গামার সময়দীপ সিধু সেখানে উপস্থিত ছিলেন। ওই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা কিন্তু কেউই এই আন্দোলনের সঙ্গে যুক্ত কৃষক নন। কিন্তু কিছু করার নেই, এখন এই ঘটনার দায় আমাদেরকেই নিতে হবে। লালকেল্লার ঘটনার জন্য লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে’।