বাংলাহান্ট ডেস্ক : আজই চতুর্থ দফার বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। এরই মধ্যে বেওয়ারিশ গবাদি পশু ইস্যুতে তোলপাড় যোগীরাজ্য। এই ইস্যুতে সরব হয়েছে সমস্ত বিরোধী দলই। অভিযোগ অগণিত বেওয়ারিশ গবাদি পশু ক্ষেতে ঢুকে ফসলের ক্ষতি করছে। এই ব্যাপারটি নিয়ে বিস্তর জলঘোলা হলেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারকে। এবার তারই প্রতিবাদে মঙ্গলবার যোগী আদিত্যনাথের সভার আগে বারাবাঙ্কিতে শত শত গরু মোষ এবং ষাঁড় ছেড়ে দিলেন কৃষকরা। পশুরা এভাবে জমিতে ঢুকে পড়লে ঠিক কতখানি অসুবিধা হয় তা মুখ্যমন্ত্রীকে বোঝাতেই এহেন অভিনব পন্থা তাঁদের। পুরো ঘটনাটির ভিডিও ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়।
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই বড় হয়ে উঠেছে বেওয়ারিশ গবাদি পশুর ইস্যুটি। অভিযোগ যত্রতত্র বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছে অগণিত গরু মোষ ষাঁড়। কৃষকদের জমিতে ঢুকে তছনছ করছে ফসল। এর ফলে সমস্যায় পড়েছেন বেশিরভাগ কৃষকই৷ লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হচ্ছে এই পশুদের কারণে। এর প্রতিবাদে এবার আক্ষরিক অর্থেই মাঠে নামলেন কৃষকরা। ক্ষেত থেকে সমস্ত পশুদের তাড়িয়ে এনে যোগী আদিত্যনাথের সমাবেশের মাঠে জড়ো করেন তাঁরা।
কৃষকরা জানিয়েছেন, ‘গত ৫ বছরে এই সমস্যার কোনো সমাধান করেনি উত্তরপ্রদেশ সরকার। কৃষকরা ক্রমাগত ভুগছেন এই অদ্ভুত সমস্যাতে। এখন আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রীর সভার মাঠে এই সমস্যা দেখা দিলে তার সমাধান করে কি না সরকার।’ যদিও সভার আগেই ওই মাঠ থেকে পশুগুলি সরিয়ে নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর।
সম্প্রতি ফতেপুরের একটি সভাতে এই গবাদি পশুর সমস্যা নিরাময়ের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ১০ মার্চ আবার বিজেপি সরকার গঠিত হলে এই সমস্যার সমাধান করা হবে। এমন ব্যবস্থা করা হবে যাতে চাষীরা গোবর থেকেও আয় করতে পারেন। তিনি জানিয়েছিল ‘আমর প্রচেষ্টা চালাচ্ছি যাতে গবাদি প্পশুর মালিকরা পশুদের গোবর থেকেও অতিরিক্ত কিছু টাকা আয় করতে পারেন। আমরা এই ব্যাপারে কাজ চালাচ্ছি।’ স্বভাবতই পুরো ব্যাপারটিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।