প্রধানমন্ত্রী মোদীর মাস্টারস্ট্রোক! ভোটের আগেই জেতার পথের কাঁটা ছেঁটে ফেললেন

বাংলাহান্ট ডেস্কঃ সর্বদাই নিজের পৃথক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এবং জনমনে প্রশংসিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। গত কয়েক বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে নির্বাচনে জয় হয়েছে, তা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। বিগত কয়েকদিনে কৃষক নেতাদের রূপে যে বড় বিরোধীপক্ষ আমরা দেখতে পেয়েছিলাম, তা বর্তমানে বিজেপির সামনে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই প্রস্তাবিত ৩ কৃষি বিল বাতিল ঘোষণা করেন। আর তারপর সকল কৃষকদের আন্দোলন ত্যাগ করার অনুরোধও করেন। যার ফলে দেখা গিয়েছে, কৃষক ও কৃষক নেতাদের মধ্যে আলোচনার মাধ্যমে সম্প্রতি রাকেশ টিকাইতসহ সকল কৃষক নেতারা এককভাবে আন্দোলন শেষ করে বাড়ি ফিরে গিয়েছেন। যার ফলে বহু দিন ধরে লড়তে থাকা কৃষকরা বর্তমানে শান্ত হয়েছেন, ফিরে গিয়েছেন বাড়িতে।

385540 farmers protest bharat bandh

জানা গিয়েছে, কৃষকরা আজ তাদের শেষ সমাবেশ করবেন এবং এতে টিকাইতসহ অন্যান্য নেতারাও উপস্থিত থাকবেন। দিল্লী থেকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সকল জায়গার কৃষকরা যে আন্দোলন করেছিলেন, তা আজকের পর শেষ হচ্ছে। যার ফলে ধারণা করা হচ্ছে আগামীতে উত্তরপ্রদেশ নির্বাচনের ক্ষেত্রে কোন সমস্যা হবে না।

প্রধানমন্ত্রী কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার পর, কৃষকরাও কিছুটা নরম হয়েছেন। তারাও ধীরে ধীরে আন্দোলন শেষে যে যার নিজের বাড়ির দিকেই রওনা হচ্ছেন। যার ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে সরকারের জয়লাভের পথ প্রশস্ত হচ্ছে। সেইসঙ্গে ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বেও কিছুটা বড় বাঁধা মুক্ত হল কেন্দ্র সরকার।

Smita Hari

সম্পর্কিত খবর