বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমরা সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) দিনের বেশকিছুটা সময় অতিবাহিত করি। মূলত, সেখানে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের পাশাপাশি সন্ধান মেলে ভাইরাল (Viral) হওয়া হাজার হাজার ভিডিওর। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও সামনে আসে যেগুলি প্রত্যক্ষ করে রীতিমতো অবাক হয়ে যান সকলেই।
সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি অবাক করা ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। যেখানে দেখা গিয়েছে একটি মোটরসাইকেলে দু’জন ব্যক্তি আস্ত একটি বাইককে চাপিয়ে নিয়ে চলেছেন। আর এই দৃশ্য দেখেই চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সবার
যদিও, এই ঘটনার পেছনে রয়েছে একটি কারণও। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এহেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সম্ভাজিনগরে। সেখানে এক কৃষক সময়মতো কিস্তি পরিশোধ করতে না পারায় ফাইন্যান্স কোম্পানির লোকজন তাঁর বাইকটিকে বাজেয়াপ্ত করে নিজেদের মোটরবাইকে চাপিয়ে নিয়ে চলে যান। যদিও, পরে ওই কৃষক টাকা জমা দিয়ে বাইকটি ফেরত নিয়ে আসেন বলেও জানা গিয়েছে।
তুমুল ভাইরাল ভিডিও: উল্লেখ্য যে, এই ভিডিওটি গত ১৭ মার্চ টুইটার ব্যবহারকারী নিহারিকা শর্মা (@neharikasharmaa) পোস্ট করেছেন। তিনি অবশ্য দাবি করেছেন যে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বৈজাপুরে। এদিকে, এই ভিডিও প্রকাশ্যে আসতেই সেটি ভাইরাল হতে শুরু করে। পাশাপাশি, ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন নেটাগরিকরা।
समय पर नहीं चुकाई किश्त, बाइक पर रखकर उठा ले गए बाइक…
महाराष्ट्र के वैजापुर का वीडियो pic.twitter.com/HZlFQoXJkx
— Neharika Sharma (@neharikasharmaa) March 17, 2023
এই প্রসঙ্গে একজন লিখেছেন, “বাইকে চাপিয়ে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার বিষয়টি ঠিকই আছে। এটার জন্য ট্রাক নিয়ে এলে তার জন্য আবার আলাদা ভাড়া দিতে হত।” পাশাপাশি, আরেক ব্যবহারকারী লিখেছেন, “এটা সত্যিই ঝুঁকিপূর্ণ কাজ।” এদিকে, অন্য আরেকজন নেটিজেন জানিয়েছেন, “এমন ঘটনা শুধুমাত্র ভারতেই ঘটতে পারে।”