বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে করতে এবার রিলায়েন্স (Reliance Industries Limited) গোষ্ঠীর বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবাদরত কৃষকরা। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত প্রতিবাদ দেখাতে গিয়ে পাঞ্জাবে (panjab) এক বড়সড় প্রতিবাদ প্রদর্শন করলেন এই কৃষকরা। অকেজো করে দিল ১৫০০-এরও বেশি মোবাইল টাওয়ার।
মুকেশ আম্বানীর বিরুদ্ধে ক্ষোভ
আন্দোলনরত কৃষকদের দাবি, কেন্দ্র সরকারের এই নতুন আইনে কৃষকদের নয়, মুনাফা পাচ্ছেন মুকেশ আম্বানী (Mukesh Ambani)। মুকেশ আম্বানীর মুনাফার জন্যই কেন্দ্র সরকার এই কৃষি আইন প্রস্তাবিত করেছে, বলে দাবি করেছেন কৃষকরা। তাই তাদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছে জিওর টাওয়ার, জিও স্টোরের উপর।
কৃষকদের প্রতিবাদ
জলন্ধর সহ পাঞ্জাবের বহু জায়গায় বিক্ষুব্ধ কৃষকরা টাওয়ারে উঠে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, বিকল করে দিয়েছে জেনারেটর, আবার কোথাও জিওর বিভিন্ন স্টোরে থাকা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন হুমকি মূলক ভিডিও, আবার জিও ফাইভার রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল স্যোশাল মিডিয়ায় বিভিন্ন সময়। এরমধ্যে সবকিছুকে ছাপিয়ে যায় সোমবারের ঘটনা। পাঞ্জাবের প্রায় ১৫০০ টিরও বেশি মোবাইল টাওয়ার অকেজো করে দেয় আন্দোলনরত কৃষকরা।
প্রতিবাদ করলেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিং
কৃষকদের এহেন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেছেন, ‘কৃষকরা তাদের আন্দোলন শান্তিপূর্ণ ভাবে করতেই পারে। কিন্তু তাদের প্রতিবাদের বহিঃপ্রকাশে জরুরী পরিষেবা বিঘ্নিত হলে, তা কখনই মেনে নেওয়া হবে না। বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের পড়াশুনা থেকে শুরু করে বিভিন্ন কাজ সমস্তই ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। তাই আন্দোলনের নামে জরুরী পরিষেবায় আঘাত হানলে, সরকার কখনই এই ধরণের নৈরাজ্যকে প্রশ্রয় দেবে না। এর বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে’।