বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের বিরুদ্ধে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৃষকদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে। সাধারণের সমস্যার কথা চিন্তা করে কৃষকরা বর্তমানে নয়ডার সেক্টর -১৪এ চিল্লা বর্ডার থেকে সরে গিয়েছে। প্রায় ১২ দিন পর এই সীমানা খোলা হয়েছে। শুরু হয়েছে যানবাহন চলাচল ব্যবস্থাও। রবিবার সকাল ১২ টায় ভারতীয় কৃষক ইউনিয়নের কর্মকর্তাদের মিটিং-এ আন্দোলনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রবিবার হবে আরও একটি বৈঠক
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমাররের সঙ্গে বৈঠকের পর কৃষকরা তাদের আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। খুলে দেওয়া হয় দিল্লী-নয়ডা বর্ডার। রবিবার সকালের এই বৈঠকের পরই কৃষক সংগঠন সিদ্ধান্ত নেবন তারা এই আন্দোলন এখানেই থামিয়ে দেবে, নাকি পরবর্তীতেও এগিয়ে নিয়ে যাবে। কিছুদিন আগেই ভারত বন্ধের ডাক দিয়ে সাফল্য মেলায়, আবারও ১৪ ই ডিসেম্বর কৃষকেরা অনশন ধর্মঘটের ডাক দিয়েছে। তবে এই আন্দোলনে কৃষকদের পাশে রয়েছে ১৬ টি রাজনৈতিক দল।
কৃষি বিলের পক্ষে হরিয়ানার কৃষকরা
একদিকে কৃষকেরা কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার জন্য আন্দোলনে সামিল হয়েছে, আর অন্যদিকে হরিয়নার কৃষকদের প্রতিনিধি মন্ডল দিল্লীতে কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে দেখা করতে যান। তারা একটি লিখিত চিঠি কৃষি মন্ত্রীকে দিয়ে অনুরোধ করেন, কেন্দ্র সরকারের এই নতুন কৃষি বিল যে কোনভাবেই বাতিল না করা হয়।
তারা নতুন কৃষি বলের সমর্থন করে আরও দাবি জানান, ন্যূনতম সহায়তা মূল্য এবং মান্ডি ব্যবস্থা যে কোনভাবেই বন্ধ না করা হয়। এই আইন কৃষকদের পক্ষেই রয়েছে। যদি প্রয়োজন হয়, তাহলে কিছু পরিবর্তন করা যেতে পারে। তবে কখনই এই আইন বাতিল করা উচিত নয়। এই আইনে কৃষকদের অনেক সুবিধা হবে, বই অপকার হবে না।