সরকারের প্রস্তাব খারিজ করে দিল কৃষকরা! জানালো জারি থাকবে আন্দোলন

বাংলা হান্ট ডেস্কঃ নতুন কৃষি আইনের (Farm Laws 2020) বিরুদ্ধে কৃষকদের আন্দোলন (Farmers Protest) থামার নামই নিচ্ছে না। সরকার কৃষকদের লিখিত প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু কৃষক সরকারের প্রস্তাব খারিজ করে দিয়েছে। কৃষক নেতারা স্পষ্ট জানিয়ে দেয় যে, আন্দোলন এখনো জারি থাকবে। ১৪ ডিসেম্বর গোটা দেশ জুড়ে ধরনা প্রদর্শনের হুঁশিয়ারিও দিয়েছে কৃষক নেতারা। কৃষকরা নিজেদের দাবি জানিয়ে আবারও বলে যে, নতুন কৃষি আইন রদ করতে হবে। আরেকদিকে, কৃষকদের দ্বারা দাবি খারিজ করার পর কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহয়ের সাথে সাক্ষাৎ করতে যান।

জানিয়ে দিই, আজ সরকারের তরফ থেকে আন্দোলনরত কৃষকদের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছিল। সেখানে সবথেকে বেশি নুন্যতম সমর্থন মূল্য (MSP) কে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়াও সরকারের তরফ থেকে দেওয়া প্রস্তাবে কন্ট্রাক্ট ফার্মিং, কৃষি বাজার সিস্টেমে কৃষকদের সুবিধা প্রধান করার কথা বলা হয়। এর সাথে সাথে সরকার কৃষকদের ষষ্ঠ দফার কথাবার্তার জন্য আমন্ত্রণও জানায়।

সরকার যেইসব প্রধান দাবি গুলোতে রাজি হয়েছে।

  • কন্ট্রাক্ট ফার্মিংয়ে আইনের সংশোধন করে আদালত যাওয়ার অধিকারে সরকার রাজি হয়েছে।
  • প্রাইভেট প্লেয়ার্সরা এখন প্যান কার্ডের সাহায্যে কাজ করতে পারবে, তবে কৃষকরা নিবন্ধকরণ ব্যবস্থার বিষয়ে কথা বলেছেন। সরকার এই শর্তটিও মানতে রাজি।
  • এছাড়াও প্রাইভেট প্লেয়ার্সদের উপর কিছু ট্যাক্সের কথাও মানতে রাজি সরকার।
  • MSP জারি রাখার জন্য প্রস্তুত সরকার।

 


Koushik Dutta

সম্পর্কিত খবর