অর্ধেক দামে কৃষকরা পাবেন ট্রাক্টর, বলিষ্ঠ উদ্যোগ মোদি সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ আরো একবার কৃষকদের জন্য বলিষ্ঠ উদ্যোগ নিল মোদি সরকার (modi government)  । প্রধানমন্ত্রী কৃষাণ ট্রাক্টর যোজনার আওতায় ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে ট্রাক্টর কেনার ক্ষেত্রে। মাঝারি ও প্রান্তিক কৃষকদের জন্যই এই স্কিম চালু করেছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

images 2020 07 13T154916.162

প্রধানমন্ত্রী কৃষাণ ট্রাক্টর যোজনাটি নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন দেশের কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে৷ সরকার জানিয়েছে, তারা বিশ্বাস করে যদি দেশের কৃষকের কাছে পর্যাপ্ত উপাদান পৌঁছে দেওয়া যায় তবে তা ভারতের কৃষিকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। যা তাদের অর্থনৈতিক অবস্থার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

এই স্কিমে যে কোনো সংস্থার ট্রাক্টর কেনার জন্য লোন পাবেন কৃষক। পাশাপাশি পাবেন ভর্তুকিও। মহিলা কৃষকদের এই ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মোদি সরকারের তরফে। কৃষকরা অফলাইন ও অনলাইনে আবেদন করতে পারবেন।

pmmodi1 5

পাশাপাশি, করোনা পরিস্থিতিতে দেশের ২০ লাখের বেশী কৃষকদের জন্য একটি স্কিম এনেছে মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানা গিয়েছে যে, দেশের মোট 20 লক্ষ 41 হাজার কৃষকদের বার্ষিক 36,000 টাকা পেনশন দিবে মোদি সরকার। ইতিমধ্যেই বহু লোক এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, নিবন্ধিত মহিলার সংখ্যা ৬ লাখ ৩৬ হাজারের বেশী। শুধুমাত্র হরিয়ানাতেই ৪ লাখের বেশি কৃষক ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন। ঝাড়খন্ডে সংখ্যাটি ৩ লাখের অধিক৷ নিবন্ধিত কৃষকদের বেশিরভাগের বয়সই ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

বিশদে জেনে নিন স্কিমটি
• 18 থেকে 40 বছর বয়সের মধ্যে কৃষক যাদের 5 একর অর্থাৎ 2 হেক্টর জমি আছে তারা আবেদন করতে পারবে
• ২০ বছর বয়সীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫৫, ৪০ বছর বয়সী দের ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ টাকা বিনিয়োগ করতে হবে।
• কৃষকের আধার কার্ড, জমির কাগজের ফটোকপি, দু’কপি ফটো এবং ব্যাংকের পাসবুক লাগবে রেজিষ্ট্রেশন করতে।
• রেজিষ্ট্রেশন হয়ে গেলে দেওয়া হবে পেনশন ইউনিক নাম্বার এবং পেনশন কার্ড
• ৬০ বছরের পর মাসিক ৩ হাজার টাকা পাওয়া যাবে। কৃষকের মৃত্যু হলে তার স্ত্রী পাবেন ৫০%। স্কিম ছেড়ে বেরিয়ে আসতে চাইলে মিলবে সুদ সহ গোটা টাকাই।


সম্পর্কিত খবর