বাংলাহান্ট ডেস্কঃ করোনা কালে দেওয়া ১১ তম সম্বোধনে গুরুনানকের জন্মদিনে এক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তিনি বলেন, ‘আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমরা তিনটি কৃষি আইন রদ করার সিদ্ধান্ত নিয়েছি’। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানালেন কৃষক নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait)।
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানালেও, বাড়ি ফিরতে নারাজ রাকেশ টিকাইত। তিনি বলেন, ‘এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারের সঙ্গে আলোচনার রাস্তা তৈরি হল। তবে আমরা এখন বাড়ি ফিরব না, কাগজ নিয়েই ফিরব। পূর্বে বলে হয়েছিল, একটি কমিটি গঠন করা হবে এবং তারাই এই বিষয়টা দেখবে। তবে এমএসপি নিয়ে কমিটি নয়, একটি গ্যারান্টি আইন তৈরি করা উচিৎ। আর সেই আইনের কাগজ নিয়েই কৃষকরা বাড়ি ফিরবে। সরকারের উচিৎ কৃষকদের সঙ্গে আলোচনায় বসে, সবটা ঠিক করা’।
এই বিষয়ে মহারাষ্ট্র সরকারের এক মন্ত্রী নবাব মালিক বলেন, ‘নির্বাচনে পরাজয়ের ভয়ে কেন্দ্র সরকার তিনটি কৃষি আইন বাতিল করেছে। আজ থেকে এই আইন আর দেশে থাকছে না। এর দ্বারাই প্রমাণিত হয়, দেশ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো সিদ্ধান্ত বদলানো যেতে পারে। কৃষকদের এই বিজয়, গোটা দেশবাসীর জয়’।
আবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নিয়েছেন। সকল কৃষকের উচিৎ এই বিষয়কে স্বাগত জানিয়ে, তাঁদের ধর্না শেষ করা’।
প্রসঙ্গত, কেন্দ্র সরকার তিনটি কৃষি বিল নিয়ে আসার পর থেকেই, এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিল বিভিন্ন এলাকার কৃষকরা। বিগত দেড় বছরেরও বেশি সময় ধরে দিল্লী সীমান্তে তাঁরা আন্দোলন চালিয়ে গেছিল। বিভিন্ন সময়ে সরকারের সঙ্গে বৈঠক করলেও, কোন মীমাংসা করা সম্ভব হয়নি। অবশেষে প্রস্তাবিত সেই তিন কৃষি বাতিল করল কেন্দ্র সরকার।