বাংলা হান্ট ডেস্কঃ তিনটি কৃষি আইন রদ করার দাবি নিয়ে অনড় কৃষকরা এবার আরও কড়া মনোভাব পালন করছে। আন্দোলনরত সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠকে আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে আন্দোলনকে আরও প্রখর করার জন্য সবাই সহমত হয়েছে।
সংযুক্ত কৃষক মোর্চা এবার কিষাণ ট্রাক্টর র্যালি আর দেশজুড়ে চাক্কা জ্যাম করার পর এবার ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে ৪ টে পর্যন্ত রেল রোকো অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের এই সিদ্ধান্তের পর সরকারের আরও মুশকিল বাড়তে চলেছে।
এছাড়াও সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি রাজস্থানের সমস্ত রোড টোল প্লাজা মুক্ত করানো হবে।
এছাড়াও ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় শহীদ জওয়ানদের বলিদানকে স্মরণ করা হবে। এরজন্য গোটা দেশে ক্যান্ডেল মার্চ বের করা হবে এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। সংযুক্ত মোর্চা ১৬ ফেব্রুয়ারি কৃষকদের মসিহা ছোটু রামের জয়ন্তীর দিনে দেশজুড়ে কৃষক একটা প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।