রাম শুধু হিন্দুদেরই না, সবার ভগবান! উল্টো সুর ফারুক আবদুল্লাহর, বললেন কখনও পাকিস্তানের পক্ষ নিইনি

বাংলা হান্ট ডেস্কঃ ‘রাম শুধু হিন্দুদের নয়, সবার ভগবান। আমাদের দল ভারতের পক্ষে, কখনোই পাকিস্তানের পক্ষ নিইনি’, বড়সড় মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah)। একইসঙ্গে বর্তমানে ধর্মকে কেন্দ্র করে দেশে যেভাবে বিবাদ ছড়ানোর চেষ্টা করা হয়ে চলেছে, সেই প্রসঙ্গে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, তবেই আমাদের দেশ শক্তিশালী হবে।”

উল্লেখ্য, অতীতে একাধিক সময় নিজের বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। সম্প্রতি ন্যাশনাল কনফারেন্সের সভাপতি পদ থেকেও ইস্তফা দেন তিনি, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। বর্তমানে ধর্ম ইস্যুতে ফের একবার গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকাশ করলেন ফারুক আব্দুল্লাহ।

বিজেপিকে পরোক্ষভাবে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “কোন ধর্ম খারাপ নয়। ধর্ম কখনোই খারাপ হতে পারে না। মানুষ দুর্নীতিবাজ হয়। ‘হিন্দু বিপদে আছে’, নির্বাচনের পূর্বে এ বার্তা পৌঁছে দেওয়া হয়। আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা এই উস্কানিতে পা দেবেন না। ভারতে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ হিন্দু। তারা বিপদে পড়বে, এটা কি কখনো হয়?”

একইসঙ্গে ফারুক আবদুল্লাহ বলেন, “আমাদের দল কখনই পাকিস্তানের পক্ষে যায়নি। আমরা সব সময় ভারতের পাশে থাকি। মোহাম্মদ আলি জিন্নাহ একবার আমার বাবার সঙ্গে দেখা করতে আসে। তবে সেই সময় তিনি জিন্নাহর সঙ্গে হাত মেলাতে অস্বীকার করে দেন। আমরা সর্বদা আমাদের দেশের পাশেই রয়েছি।”

If differentiates between God and Allah, the country will be torn to pieces - Farooq Abdullah

প্রসঙ্গত, আর কয়েক মাসের মধ্যেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার পূর্বে রাজ্যে ক্ষমতা দখলে তৎপর শাসক এবং বিরোধী দুই পক্ষই। এর মাঝে এদিন আবদুল্লাহ বলেন, “সেই সময় আর বেশি দূরে নয়, যখন জম্মু-কাশ্মীর এবং লাদাখ একত্রিত হবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর