বাংলাহান্ট ডেস্ক: ‘দ্য কাশ্মীরি ফাইলস’ (The Kashmir Files) শুধু বিনোদন জগতে নয়, রাজনৈতিক জগতেও শোরগোল ফেলেছে। দীর্ঘ তিন দশক পর কাশ্মীরি পণ্ডিতদের উপরে হওয়া অত্যাচারের নির্মম কাহিনি প্রকাশ্যে এসেছে। এমতাবস্থায় ফের অভিযোগের আঙুল উঠেছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার (Farooq Abdullah) দিকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।
ছবিতে ফারুক আবদুল্লাকে যেমন ভাবে দেখানো হয়েছে, সে বিষয়ে সম্প্রতি সরব হন প্রবীণ রাজনীতিক। তিনি বলেন, কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশায় এখনো তাঁর প্রাণ কাঁদে। তিনি যদি দোষী হন তবে তাঁকে ফাঁসিতে ঝোলানো হোক।
তাঁর কথায়, “সত্যিটা সামনে আসবে যদি একজন সৎ বিচারক বা কমিটি বসানো হয়। কে আসল দোষী সেটা সকলেই জানতে পারবে। যদি ফারুক আবদুল্লা দোষী হয় তবে ফারুক আবদুল্লা দেশের যেকোনো প্রান্তে ফাঁসিতে ঝুলতে রাজি। আমি পরীক্ষা দিতে রাজি কিন্তু নির্দোষ মানুষদের দায়ী করবেন না।”
তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পুরোটাই প্রোপাগান্ডা। হিন্দু মুসলিম নির্বিশেষে ওই ঘটনায় রাজ্যের প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ছবিটি শিখ ও মুসলিমদের ত্যাগকে অগ্রাহ্য করে শুধু একটি সম্প্রদায়কেই দোষ দিয়েছে, অভিযোগ ফারুক আবদুল্লার।
এর আগে ওমর আবদুল্লাও দাবি করেছিলেন, দ্য কাশ্মীর ফাইলস ‘অর্ধসত্য’ দেখাচ্ছে। তাঁর দাবি, ছবির গল্পে কোনো সত্যতা নেই। তিনি বলেন, ছবিটি যদি তথ্যচিত্র হত তাহলে তাঁরা মেনে নিতেন। কিন্তু নির্মাতারা দাবি করেছেন যে ছবিটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি।
ওমর আবদুল্লার অভিযোগ, ছবিতে বহু ভুল তথ্য দেওয়া হয়েছে। সবথেকে বড় মিথ্যে হল, ছবিতে দাবি করা হয়েছে ওই ঘটনার সময়ে জাতীয় কংগ্রেস সরকার ছিল। কিন্তু আসলে কেন্দ্রে তখন ভিপি সিং ক্ষমতায় ছিলেন এবং বিজেপি তাঁকে সমর্থন করত। কাশ্মীরেও ফারুক আবদুল্লা মুখ্যমন্ত্রী ছিলেন না। বরং রাজ্যপালের শাসন ছিল। সেটা ছবিতে দেখানো হয়নি কেন?