‘রাম আল্লাহর দূত”, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর বয়ানে তুঙ্গে বিতর্ক

বাংলাহান্ট ডেস্ক : শ্রীরামচন্দ্র। প্রাচীন ভারত ও হিন্দুধর্মের সঙ্গে যুক্ত এক নাম। তবে, তিনি যে শুধু ভারতীয়দের আরাধ্য দেবতা তাই নন, বর্তমান রাজনীতির সঙ্গে একান্তভাবে জড়িয়ে থাকা এক আলোচিত ও একই সঙ্গে বিতর্কিত বিষয়বস্তুও বটে। আর গেরুয়া শিবিরের কাছে শ্রীরামচন্দ্র যে বহুবারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন, একথা বলাই বাহুল্য। কিন্তু এবার কোনও বিজেপি (BJP) নেতা নয়, এক মুসলিম নেতার মুখেই শোনা গেল রাম নাম।

কিছুদিন আগেই কাশ্মীরের (Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা (Farooq Abdullah) শ্রীরামচন্দ্র সম্পর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়, ফারুক আবদুল্লার বক্তব্যকে ঘিরে সারা দেশেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এখন প্রশ্ন হল, ঠিক কী কথা বলেছেন কাশ্মীরের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী? ফারুক আবদুল্লার দাবি, শ্রীরামচন্দ্র আসলে আর কেউ নন, স্বয়ং আল্লার দূত। মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই রামকে পাঠিয়েছিলেন আল্লা। তবে বলা বাহুল্য, এখানেই শেষ নয় ফারুক আবদুল্লার বক্তব্য।

 

এমনকি, রামের নাম নিয়ে ধর্মীয় মেরুকরণের ফাঁদ পাতা হচ্ছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি আরোও বলেন, রাম কেবলমাত্র হিন্দুদের দেবতা নন। মুসলিম বা খ্রিস্টান বা অন্য যে কোনও ধর্মের লোক, যাদের তাঁর প্রতি ভক্তি আছে, রাম তাদের সকলেরই দেবতা। সম্প্রতি উধমপুরে জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল প্যান্থারস পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তৃতা দেওয়ার সময়েই শ্রীরামচন্দ্রকে নিয়ে এইরকম শব্দপ্রয়োগ করেন তিনি। রামের নাম করে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলেও উল্লেখ করেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান।

Farooq Abdullah

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে, যারা নিজেদের রামচন্দ্রের প্রকৃত অনুগামী বলে দাবী করছেন, তারা আসলে মূর্খ। শুধু তাই নয়, তারা আসলে রামের নামকেই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করতে চাইছেন বলেও উল্লেখ করেন তিনি। এই রাজনৈতিক নেতারা আসলে রামের ভক্ত নয়, ক্ষমতার ভক্ত বলেও কড়া আক্রমণ শানিয়েছেন ফারুক আবদুল্লা। তবে সব মিলিয়ে, রাম ইস্যুতে এই মুসলিম নেতার মন্তব্যের জেরে আরও একবার বিতর্ক উসকে উঠল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর