বাংলাহান্ট ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন নিগমে (DDC) বড় জয় পেল বিজেপি (Bharatiya Janata Party)। জম্মু ও কাশ্মীরের বিজেপি বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছিল বিজেপি। জম্মু কাশ্মীরের মানুষের মনে বিজেপির বিরুদ্ধে বিষ উগরে দেওয়ার পরও, জয় পেল না মেহবুবা-আবদুল্লাহ। জম্মু কাশ্মীরের মানুষ যে মেহবুবা-আবদুল্লাহর দেওয়া বিষ গ্রহণ করেনি, তা আরও একবার প্রমাণ করে দিল।
নির্বাচনে হারের পর গুপকার দলের প্রধান ফারুক আবদুল্লাহর (Farooq Abdullah) ছেলে ওমর আবদুল্লাহ বলেছেন, ‘যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা কখনই আমাদের শেষ করতে পারবেন না। আমাদের শেষ করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহর কাছে রয়েছে এবং এখানকার মানুষের কাছে রয়েছে। নিজেদের হয়ে যতই প্রচার করুন না কেন, একদিন না একদিন ঠিকই আপনাদের মিথ্যে সকলের সামনে প্রমাণ হয়ে যাবে’।
ফারুক আবদুল্লাহ আগে বলেছিলেন, ‘বেশ কিছু জায়গায় আমরা আশা করেও, আসন লাভ করতে পারিনি। বিজেপি হেরে যাওয়ার পর আমার মনে হয়না, বিধানসভা নির্বাচন নিয়ে বেশি মাথা ঘামাবে। বেশি তাড়াহুড়ো করবে’।
প্রসঙ্গত, জম্মু কাশ্মীরে বিজেপিকে পরাজিত করার জন্য সমস্ত রাজনৈতিক দল একজোট হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বিজেপিকে কনভাবে পরাজিত করতে পারেনি বিরোধী শিবির। নির্বাচনে বিজেপি ভোট পেয়েছে 38.74% এবং গুপকার দল পেয়েছে 32.96% ভোট।