বাংলা হান্ট ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর ১ মাসও বাকি নেই। প্রতিবছর এই সময়টাতে কেনাকাটা থেকে শুরু করে পুজোর কটা দিনের প্ল্যানিং কেমন হবে এইসব বিষয় নিয়েই সরগরম থাকে চারিদিক। কিন্তু, এবারে চিত্রটা একটু অন্যরকম। পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি থাকলেও এখন সর্বত্রই ‘তিলোত্তমা’-র সঠিক বিচার চেয়ে সরব হয়েছেন প্রত্যেকে। শুধু তাই নয়, প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রতিবাদের আবহ। আর সেই রেশ বজায় রেখেই সম্পন্ন হল ‘ভয়েস অ্যান্ড ভাইবস’ আয়োজিত প্রাক-দুর্গাপুজো ফ্যাশন অ্যান্ড ফুড এক্সপো (Fashion and Food Expo) ‘এসো দেবকন্যা’।
সম্পন্ন হল ফ্যাশন অ্যান্ড ফুড এক্সপো (Fashion and Food Expo) ‘এসো দেবকন্যা’:
মূলত, হাওড়ার কদমতলায় গত ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর মহাসমারোহে সম্পন্ন হল এই ফ্যাশন-ফুড এক্সপো (Fashion and Food Expo)। জানিয়ে রাখি যে, উত্তরবঙ্গ থেকে শুরু করে হাওড়া, হুগলি উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই এক্সপোতে অংশগ্রহণ করেছিলেন প্রায় ১০০ জন মহিলা।
যেখানে শাড়ি-গয়না-জামাকাপড় থেকে শুরু করে সানগ্লাস, বিদেশি ব্যাগ, হোম ডেকর, প্রসাধনী, গাছ, অ্যাস্ট্রোলজি এবং নানান খাবার-দাবারের ছিল বিপুল সম্ভার। তবে, এত কিছুর ভিড়েও যে বিষয়টি প্রত্যেকের নজর কেড়েছে তা হল ওই এক্সপোতে (Fashion and Food Expo) অংশগ্রহণকারী ১০০ জন মহিলা তাঁদের কাজের মাধ্যমে সামিল হয়েছিলেন ‘তিলোত্তমা’-র বিচার চাওয়ার প্রতিবাদে। শুধু তাই নয়, তাঁরা প্রত্যেকে পরেছিলেন ‘#We Want Justice’ ব্যাজও।
এদিকে, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে ‘ভয়েস অ্যান্ড ভাইবস’-এর কর্ণধার অভিসা রায় চ্যাটার্জি জানিয়েছেন, “দুর্গাপুজো বাঙালির কাছে একটা আবেগ। এই সময়টার দিকে তাকিয়ে বেঁচে থাকে বহু পরিবার। পাশাপাশি বর্তমান সময়ে রাজ্য ছাড়িয়ে দেশ, এমনকি বিদেশেও তিলোত্তমা-কাণ্ডের প্রতিবাদে বিদ্রোহের ঝড় উঠেছে।”
আরও পড়ুন: “ওদেরকে মজা নিতে দিন”, সাংবাদিকদের কাছে বড় প্রতিক্রিয়া রোহিতের, নিজেই দিলেন ব্যাখ্যা
তিনি আরও জানান, “সব দিক দিয়েই আমাদের এই কর্মকাণ্ড (Fashion and Food Expo) অত্যন্ত প্রাসঙ্গিক। একদিকে শহরের এক বঙ্গতনয়ার মর্মান্তিক পরিণতি, অন্যদিকে পুজোর আগে বহু মহিলার পাশে থাকার প্রয়াস। সব মিলিয়ে দ্বৈত অনুভূতির মধ্যে দিয়েই উপস্থাপিত হয়েছে আমাদের ‘এসো দেবকন্যা’ এক্সপো।”