দুরন্ত,রাজধানী,বন্দে ভারতের কথা ছাড়ুন! এটিই ভারতের সবচেয়ে দ্রুততম ট্রেন! জানতেন আপনি?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন (Fastest Train) কোনটি জিজ্ঞাসা করা হলে অনেকেই উত্তর দেবেন বন্দে ভারত অথবা রাজধানী এক্সপ্রেস। তবে আপনাদের যদি বলি এগুলির মধ্যে কোনোটিই সঠিক উত্তর নয়, তাহলে? ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক ব্যবস্থা।

ভারতের সবচেয়ে দ্রুততম ট্রেন (Fastest Train)

প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেন ভারতীয় রেলকে। ভারতীয় রেলের এমন অসংখ্য অজানা দিক রয়েছে যা আমাদের অবাক করে দেয়। স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ভারতীয় রেল নিয়ে এসেছে রাজধানী, শতাব্দী, বন্দে ভারতের মতো একাধিক ট্রেন। তবে গতিবেগের দিক থেকে এই সব ট্রেনকে টেক্কা দিচ্ছে তেজস এক্সপ্রেস।

IRCTC দ্বারা পরিচালিত তেজস এক্সপ্রেস সম্পর্কে হয়ত অনেকেই জানেন না। এই প্রিমিয়াম ট্রেনটি যাত্রী স্বাচ্ছন্দের দিক থেকে একদম প্রথমের দিকে অবস্থান করে। অনেকে আবার শতাব্দী ট্রেনের প্রিমিয়াম সংস্করণ হিসাবেও বিবেচিত করেন তেজসকে (Tejas Express)। এই ট্রেনের সুযোগ সুবিধা পিছনে ফেলে দেবে রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসকেও।

আরোও পড়ুন : ‘তাল ছাড়াই তাঁদের গালে থাপ্পর মারা উচিত!’ কুণালের মন্তব্যে ধুয়ে দিলেন রুদ্রনীল 

যাত্রীদের দেখভাল করার জন্য বিমানের মতো এই ট্রেনে রয়েছে হোস্টেস। অন্যান্য সুপারফাস্ট ট্রেনের (Fastest Train) তুলনায় তেজস অনেক কম সময়ে যাত্রীদের পৌঁছে দেয় গন্তব্যে। খাবারদাবার হোক কিংবা যাত্রী স্বাচ্ছন্দ্য, সবদিক থেকেই ‘সুপারফাস্ট’ (Fastest Train) তেজস।

Fastest Train

ঘন্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতিবেগে দৌড়তে সক্ষম তেজস এক্সপ্রেস। তবে আপাতত ঘন্টায় ১৪০ কিলোমিটার অপারেটিং স্পিড রয়েছে এই ট্রেনের। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে বলা যেতে পারে সুপারফাস্ট এই ট্রেনে রয়েছে অটোমেটিক গেট। শুধুমাত্র নির্দিষ্ট স্টপেজেই খোলে ট্রেনের দরজা। চলন্ত অবস্থায় সুপারফাস্ট এই ট্রেনে ওঠা তাই একপ্রকার অসম্ভব।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X