্মোটা মেয়েদের বিয়ে করলে ভাগ্যসুখ মিলবে বেশি

সবার পছন্দ  সমান হয়না, কেউ রোগা বা কারো পছন্দ মোটা।  সে ছেলে হোক বা মেয়ে পছন্দ করত সম্পূর্ণ নিজেদের পছন্দই শেষ কথা হয়া উচিত। আবার এই নিয়ে মেয়েদের মোটা আর রোগা হয়ার ক্ষত্রে অনেকেই অনেক মত দেন। রোগা হলে বিয়ে হবে না । মোটা হলে ছেলেরা তাকাবে না।

কিন্তু এর মধ্যেও একটা ব্যপার আছে রোগা মেয়েদের থেকে মোটা মেয়েরা বেশি সুন্দর হয়। আবার নাকি মোটা মেয়েদের বিয়ে করলে মেলে অনেক সুবিধা।  মোটা মেয়েরা সবসময় খুশি থাকতে ভালোবাসে । আর এরা খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে। আর এরা মনের দিক থেকেও খুব সরল। সাজগোজের ব্যাপারেও এরা খুতখুত করেনা । বলা যেতে পারে তারা সাধারন সাজগোজ এবং সাদা মাটা ভাবে থাক্ত পছন্দ করেন।

 

কিন্তু তাই বলে এদের সাজের ব্যপারে ধারনা তাকেনা এই কথাও ভুল।  মোটা মেয়েরা খুব ইমোশনাল হয় বলে তারা বুদ্ধির থেকে বেশি মনের কথা শোনেন কিন্তু সেই নিয়ে আবার নানা তর্ক বিতর্ক আছে বটে। মোটা মেয়েরা আসদুরে হলেও তারা শশুরবাড়িতে তাকে সমস্ত কাজ করতে হবে বলে নিজেরা কাজ করে থাকে।তাই সেই ক্ষেত্রে বলা হয়, রোগা মেয়েদের তুলনায় মোটা মেয়েরা খুব তাড়াতাড়ি তাদের সমস্ত দায়িত্ব বুঝে যায়।

য়াবার এরা নিজের দায়িত্ব সঠিকভাবেই পালন করেন। রান্না করতে খুব ভালোবাসেন , নিজেরা রাধেন আবার রেধে খাওয়াতেও পারেন। পাশাপাশি এই রান্না আর ঘরের কাজের জন্য নিপুন হয় বলে সবাই বলেন মোটা মেয়েরা বেশি সংসারি হয় । মোটা মেয়েরা শুধুমাত্র নিজের কথা ভাবেনা, পরিবার এবং স্বামীর গুরুত্ব ও তাদের কাছে অনেক বেশি আর  স্বামীদের অনেক বেশি শ্রদ্ধা করেন।  স্বামী নয় তার পাশাপাশি শশুরবাড়ির সমস্ত লোকেদেরই সম্মান করেন। সবসময় স্বামী এবং পরিবারকে হাসি খুশি রাখার চেষ্টা করেন।

সম্পর্কিত খবর