ক্যারিবিয়ান সফরে বল করার সময় চোট লাগে ভারতের প্রধান বোলিং অস্ত্র যশস্প্রীত বুমরাহের। সেই সময় এই চোট ছোটো মনে হলেও পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় বুমরাহের এই চোট গুরুতর। আর তাই এবার বুমরাহ লন্ডন উড়ে যাচ্ছেন ‘সে ফ্র্যাকচার’ এর চোট সারানোর জন্য। সোমবার সংবাদ সংস্থা পিটিআই কে এই ব্যাপারে বিস্তারিত জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা।
বোর্ডের সেই কর্তা জানান বুমরাহের চোট গুরুত্বর তাই ভারতীয় ক্রিকেট বোর্ড বুমরাহের চোট সরানোর জন্য বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। তাই বুমরাহের সুচিকিৎসার জন্য তাকে পাঠানো হচ্ছে লন্ডনে। ইতিমধ্যেই বোর্ডের তরফে তিনজন স্পেশাল ডাক্তার ঠিক করে দেওয়া হয়েছে বুমরাহের জন্য, যাদের কাছে চিকিৎসা করিয়ে সঠিক চোট নির্ণয় করবেন। বুমরাহের সাথে লন্ডনে যাচ্ছেন বিসিসিআই এর প্রধান ফিজিওথেরাপিস্ট আশিষ কৌশিক।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসের আগামী ছয় অথবা সাত তারিখ চিকিৎসার জন্য লন্ডন যাবেন বুমরাহ। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য বুমরাহকে থাকতে হতে পারে প্রায় এক সপ্তাহ। বিভিন্ন পরীক্ষা করার পরই পরবর্তী পদক্ষেপ নেবেন ডাক্তাররা। জানা গিয়েছে প্রায় দুমাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে।
এই মুহূর্তে চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারছেন না বুমরাহ। এরপরেই ভারতের রয়েছে বাংলাদেশের সাথে সিরিজ। জানা গিয়েছে সেই সিরিজেও পাওয়া যাবে না বুমরাহ কে। আর তাই বুমরাহের পরিবর্তে ভারতীয় টেষ্ট দলে সুযোগ পেয়েছেন পেসার উমেশ যাদব।
উল্লেখ্য, মাত্র কয়েক দিনের টেষ্ট কেরিয়ারে ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন বুমরাহ। ভারতীয় দলের হয়ে মাত্র 12 টি টেষ্ট ম্যাচ খেলে বুমরাহ সংগ্রহ করেছে 62 টি উইকেট। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেষ্টে হেটট্রিক নিয়ে বিশেষ নজির গড়েছেন এই ডান হাতি পেসার।