জামশেদপুরে টাটা স্টিল কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে গেলেন ৩ শ্রমিক

বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ আগুনের গ্রাসে জামশেদপুরে টাটা স্টিল প্ল্যান্ট। শনিবার সকালেই কারখানার মধ্যে আচমকা বিস্ফোরণের পর লেগে যায় বিধ্বংসী আগুন। দমকলের একাধিক ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালাচ্ছে। পুরো ঘটনায় এখনও অবধি ঝলসে গিয়ে মারাত্মক রকম আহত হয়েছেন ৩ শ্রমিক। টাটা স্টিল প্ল্যান্টেরই নিজস্ব হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁরা।

আগুন লাগার পর একটি বিবৃতি জারি করা হয়েছে টাটা সংস্থার তরফে। সেই বিবৃতিতে বলা হয়েছে সকাল ১০ টা ২০ নাগাদ একটি মারাত্মক বিস্ফোরণের শব্দ শুনতে পান কারখানার কর্মচারীরা। জামশেদপুর কোক প্ল্যান্টের ৬ নম্বর ব্যাটারিতে ওই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। তার পর থেকেই অচক হয়ে পড়ে সেটি।

ওই বিস্ফোরণের পরই মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় কারখানাটি। খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রনে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও অবধি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি আগুন। এত দীর্ঘক্ষণ ধরে লেলিহান শিখায় জ্বলতে থাকায় ঘন কালো ধোঁয়ার ঢেকে গিয়েছে গোটা এলাকা। বিস্ফোরণ ঘটা ব্যাটারিটি থেকে ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাসও।

এহেন মর্মান্তিক ঘটনাটি ঘটার সময় কারখানার ভিতরেই কাজ করছিলেন বহু শ্রমিক। তাঁদের মধ্যে ৩ জন ঝলসে যান মারাত্মক ভাবে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। এখনও বেশ কিছু শ্রমিক ভিতরে আটকে রয়েছেন বলেন মনে করা হচ্ছে। তাঁদের নিরাপদে বের করে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। একটি টুইটে তিনি লিখেছেন, ‘জামশেদপুরে টাটা স্টিল প্ল্যান্টে অগ্নিকাণ্ডের খবর মিলেছে। জেলা প্রশাসন এবং টাটা স্টিল কর্তৃপক্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ধার কাজ চলছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’ ভয়াবহ এই ঘটনার জেরে কার্যতই তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর