FATF এর কালো তালিকায় পড়ার সম্ভবনা বাড়লো পাকিস্তানের, ভারতের সুরে সুর মিলালো আমেরিকা

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানকে (Pakistan) সন্ত্রাস নিয়ে চাপ দিয়ে দিতে শুরু করেছে মার্কিন প্রশাসন। পাকিস্তান থেকে সন্ত্রাস নির্মূল করার কথাও বলেন তাঁরা। হাফিজ সইদ ইস্যুতে পাকিস্তানের বিপক্ষে গিয়ে আরও একবার ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। সন্ত্রাসবাদী কাজকর্মের কারণে বহু আগেই FATFএর ধূসর তালিকায় পড়ে গিয়েছে পাকিস্তান। সামনেই রয়েছে FATF এর রিভিউ মিটিং।

imran trump

তাই এবারে এই ধূসর তালিকা থেকে নিজেদের নাম মুছে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে পাকিস্তান। সন্ত্রাসবাদে মদত দিচ্ছে হাফিজ সইদ, একথা বলে হাফিজকে জেল রাখার নির্দেশ দেয় আমেরিকা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেখা হচ্ছে যাতে করে মুম্বাই হামলার দায়ও হাফিজের বিরুদ্ধে হেওয়া যায়।

দিল্লী সূত্রের খবর অনুযায়ী, সন্ত্রাসবাদী হাফিজকে নিয়ে অনেক দিন ধরেই আমেরিকার চাপে ছিল পাকিস্তান। পাকিস্তান যাতে সন্ত্রাস নির্মূলে ও সন্ত্রাসে অর্থ বিনিয়োগের রাস্তা বন্ধ করতে উদ্যোগী হয়, সেবিষয়ে ইসলামাবাদকে সতর্ক করেছে ওয়াশিংটন।

অপরপক্ষে নিজেদেরে FATFএর ধূসর তালিকা থেকে মুক্ত করার জন্য চীনের সাহায্য নিচ্ছে পাকিস্তান। চিনকে পাশে নিয়ে ইমরান খান বহুবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইতিবাচক কূচনীতি বজায় রেখে চলেছে। তবে শেষ পর্যন্ত পাকিস্তান ঠিক কি করবে সেদিকে তাকিয়ে আছেন তাঁরা।


সম্পর্কিত খবর