ফাদার্স ডের বিশেষ ভাইরাল ভিডিও: বাসায় ছানাদের সঙ্গে অপেক্ষায় মা পাখি, ঠোঁটে খাবার নিয়ে হাজির বাবা

বাংলাহান্ট ডেস্ক: আজ ফাদার্স ডে (father’s day)। সারা বিশ্বে বাবাদের সম্মান জানানোর জন‍্য পালিত হয় এই দিন। একটি সংসারের ভিত হচ্ছে বাবা, বা বলা ভাল সংসারের ভিত মজবুত করেন বাবা। সন্তানের মানসিকতা তৈরিতে মায়ের পাশাপাশি বাবার ভূমিকাও অপরিহার্য। এই দিন বাবা এবং বাবার দায়িত্ব পালনকারী মায়েদের সম্মান ও শ্রদ্ধা জানানোর দিন।
তবে শুধু কি মানুষই বাবার দায়িত্ব পালন করে? তা কিন্তু নয়। পশুপাখিদের মধ‍্যেও চোখে পড়ে দায়িত্ববান বাবা, মা। সন্তানের রক্ষার জন‍্য নিজেদের প্রাণ সমর্পণ করতেও রাজি তারা। মানুষের মতো তাদের ফাদার্স ডে না থাকলেও তারাও সন্তানের প্রতি একই রকম দায়িত্বশীল।

IMG 20200621 WA0005
আজ, ফাদার্স ডের দিনে ভাইরাল (viral) হয়েছে এমনই কিছু দৃশ‍্য। একটি ভিডিওতে দেখা গিয়েছে সন্তানদের জন‍্য খাবার নিয়ে এসেছে বাবা হেলমেটেড হর্নবিল (helmeted hornbill) পাখি। ছানাদের সঙ্গে বাসার মধ‍্যে রয়েছে মা পাখি। টানা পাঁচ মাস বাসার বাইরে সে বেরোতে পারবে না। তাই তার জন‍্য ও ছানাদের জন‍্য মুখে করে খাবার নিয়ে এসেছে বাবা পাখিটি। ঠোঁটে করে খাবার নিয়ে বাসার ফাঁটলের মধ‍্যে ঢুকিয়ে দিচ্ছে সে।

ভারতীয় বন বিভাগের আধিকারিক পরভীন কাসওয়ান টুইটারে শেয়ার করেছেন এই ভিডিও। তিনি লিখেছেন, এই বাবা পাখিটিকে যদি চোরাশিকারিরা শিকার করে তাহলে গোটা পরিবার অপেক্ষা করেই মারা যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর