প্রয়াত ভারতের ‘ইন্টারনেটের জনক’ বিজয়েন্দ্র কুমার, শোকের ছায়া দেশজুড়ে

বাংলাহান্ট ডেস্ক : চলে গেলেন বিজয়েন্দ্র কুমার সিঙ্গল (B. K. Syngal)। ভারতে (India) ইন্টারনেট মাধ্যমে জোয়ার এসেছিল তাঁর হাত ধরেই। তিনি একজন আইআইটি ইঞ্জিনিয়ার (IIT Engineer) ছিলেন। নিজের স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ইনমরস্যাটকে (INMARSAT) ছেড়ে ১৯৯১ সালে ভিএসএনএল-র দায়িত্ব নেন। তারপরই ভারতের ইন্টারনেট যোগাযোগ মাধ্যমকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে যায়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশজুড়ে।

Untitled design 2022 07 11T132432.042

বিস্তারিত আসছে…

 

Sudipto

সম্পর্কিত খবর