অমানবিক বাবা! অভাব পূরণ করতে চার দিনের সন্তানকে বিক্রি

বাংলা হান্ট ডেস্ক :ঘরে চাল ডালের অভাব,দুবেলা পেট ভরা খাবার জোটে না৷ তাই খাবারের জন্য মাত্র চার দিনের শিশুকে দশ হাজার টাকায় বিক্রি করল বাবা৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নারায়ণপুরের আদিবাসী পাড়ায়৷ সূত্রের খবর, সেখানকার বাসিন্দা সোম মুর্মু ও মেনকা মুর্মু, মেনকা মুর্মু 22 অক্টোবর তারিখ সে একটি পুত্র সন্তানের জন্ম দেয় কিন্তু অভাবের জন্য কীভাবে মানুষ করবেন ওই পুত্র সন্তানকে?little baby hand 4460x4460

তা নিয়ে কার্যত চিন্তিত ছিল সোম মুর্মু আর তাই 26 অক্টোবর তারিখে আউশগ্রাম থানার সর গ্রামের এক ব্যক্তির কাছে 10 হাজার টাকার বিনিময়ে চার দিনের পুত্রসন্তানকে বিক্রি করে দেন সোম মুর্মু৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল৷ সন্তান বিক্রির অভিযোগ স্বীকার করে নিয়েছেন সোম মুর্মু৷

তবে ঘটনার পর থেকে মেনকা মুর্মু পলাতক৷ ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ৷ তবে কেন অভাব পূরণ করতে অন্যের হাতে তুলে দিলেন নিজের সন্তানকে? সোম মুর্মু জানিয়েছেন তাদের আরও তিনটি সন্তান রয়েছে৷ তাই তাদের মানুষ করার জন্য এবং তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দশ হাজার টাকা দিয়ে ছেলেটিকে বিক্রি করে দিয়েছেন৷

এ প্রসঙ্গে বলতে গিয়ে কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল বলেছেন, সত্যিই কি ওই দম্পতি টাকা দিয়ে সন্তান বিক্রি করেছেন না কি সন্তানকে এম দিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে৷


সম্পর্কিত খবর