একই পরিবারের ৩ জন- বাবা,ছেলে, মেয়ে সোনার মেডেল জিতে দেশকে করলেন গর্বিত

Published On:

একই ইভেন্টে একই পরিবারের তিনজন জিতলেন সোনা। কিছুদিন আগে ২৪ জন ভারতীয় মস্কো স্টার আন্তর্জাতিক উশু ইভেন্টে অংশ নিতে গেছেন। তবে তাদের মধ্যে তিনজন যা করেছে তা নজর কেড়েছে বাকিদের। বলা যেতে পারে তা একেবারে চমকপ্রদ।  তাদের সহজেই সোনার পরিবার বলা যেতে পারে। কারন তারা প্রত্যেকেই এক একজন রত্ন।

একটি প্রতিবেদনে জানা গিয়েছে, মনোজ গুপ্ত সোনা জিতেছিলেন, তবে তিনি একা ছিলেন না। তাঁর পরিবারের আরও দুজন পেয়েছিলেন পুরস্কার। পুত্র দিব্যস এবং তার মেয়ে কৃষ্ণিকার তারাও পেয়েছে সোনা। আবার অন্যদিকে কৃষ্ণিকাও অন্য বিভাগে রুপো জিতেছিলেন।  কারণ জবলপুর পরিবার এই শীর্ষ স্তরের প্রতিযোগিতাকে পরাজিত করে প্রথম ধাপে এসেছিলো।ভারতের অন্যদের মধ্যে স্পর্শ খারে একটি সোনা এবং তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে । আর তার পাশাপাশি নম্রতা বাত্রাও একটি সোনা জিতেছেন। মনোজ ভারতীয় উশু স্কোয়াডের কোচ। তাঁর অধীনে যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা জাতীয় পর্যায়ে প্রায় ২০০০ পদক এবং বিশ্বজুড়ে প্রায় ২০০ পদক জিতেছেন।

এই   একই পরিবারের তিন সদস্য ইতিমধ্যে অবাক করে দিয়েছে সবাইকে। বলা যেতে পারে তা একদম অবিশ্বাস্য । আর অন্যদিকে সবার কাছেই গর্বের। কারন এক পরিবারে পিতা, পুত্র এবং কন্যা যা করেছে তা সত্যই অসাধারণ । আর এখন সময় এসেছে যে আমরা ক্রিকেট থেকে বেরিয়ে এসে দেখার যে কম গুরুত্বপূর্ন খেলাগুলিও কতটা জরুরি। আর সেখান থেকেও কতজন সাহসি খালোয়ার আমরা তৈরি করতে পারি। আর আমাদের গর্ব হতে পারে।

 

X