বাংলা হান্ট ডেস্কঃ কেরলের (Kerala) তিরুবল্লমের পচল্লুর থেকে একটি মর্মান্তিক ঘটনা সামনে আসছে। সেখানে এক পিতা নামকরণের কয়েক ঘণ্টা পর নিজের কন্যা সন্তানকে নদীর জলে ছুঁড়ে ফেলে দেয়। এরফলে ওই দুধের শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
পুলিশ জানায় শুক্রবার সকালে ওই বাচ্চার দেহ উদ্ধার করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই শিশুর নামকরণ বৃহস্পতিবার সকালেই করা হয়েছিল। পুলিশ জানায়, বাচ্চার বাবার উন্নিকৃষ্ণনকে (২৬) গ্রেফতার করা হয়েছে আর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায় বাচ্চাটির বাবা-মায়ের মধ্যে কোনও কিছু নিয়ে অশান্তি চলছিল। মহিলার পরিজনেরা জানায়, অভিযুক্ত বাবা মহিলার উপর চাপ সৃষ্টি করে নিজের সাথে নিয়ে যেতে চাইছিল। বাচ্চাটির মা রাজি হলে, বাচ্চাটির পিতা বাচ্চাটিকে সাথে করে নিয়ে যায়। বাচ্চাটির বাবা বলেছিল যে, কিছুক্ষণের মধ্যে সে ফিরে আসবে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা চলে যাওয়ার পরেও সে ফিরে না এলে মহিলার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ করা হয়।
অনেকেই অভিযুক্তকে নদীর ধারে ঘুরতে দেখে, এরপর পুলিশ তল্লাশি অভিযান চালায় আর শুক্রবার সকালে বাচ্চাটির দেহ উদ্ধার করে।