ফতোয়া জারি করে টিভি, মোবাইল, ক্যারম নিষিদ্ধ করা হল মুর্শিদাবাদের এই গ্রামে!

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক ব্যাক্তির পোস্ট ভাইরাল (Viral) হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে সমাজ সংস্কার কমিটি নামের একটি সংগঠন একটি বিজ্ঞপ্তি জারি করে সবাইকে হুঁশিয়ারি জানিয়েছে। ঝাড়খণ্ড লাগোয়া মুর্শিদাবাদের শমসেরগঞ্জের অদ্বৈত নগর বলে পরিচিত মুর্শিদাবাদের ওই এলাকায় জন সাধারণকে টিভি দেখা মোবাইলে গান শোনা থেকে বিরত থাকার হুঁশিয়ারি জারি করা হয়েছে। এমনকি ফতোয়া না মানলে তাঁকে জরিমানা হিসেবে ১ হাজার টাকা দিতে হবে। আর কেউ যদি এই অপরাধ করা ব্যাক্তিকে ধরিয়ে দেয়, তাহলে তাঁকে পুরস্কার হিসেবে ২০০ টাকা দেওয়া হবে।

fatwa

   

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বিজ্ঞপ্তিতে ঘুম উড়ছে সকলের। এই ফতোয়াটি Israfil Musabbih নামের এক যুবক পোস্ট করেছে। সে নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করে দিয়েছে যে, ‘আমাদের গ্রামের সকল জনসাধারণের দ্বারা যা নির্ণয় নেওয়া হয়েছে তার একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নরুপ।” এমনকি ওই ফতোয়াতে কম্পিউটারে গান চালনো পর্যন্ত অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আর এই অপরাধ করলে অপরাধীকে ১ হাজার টাকার জরিমানা সমেত ক্ষমাও চাইতে হবে।

সোশ্যাল মিডিয়ায় জারি ওই ফতোয়ায় মদ বিক্রেতা, ক্রেতা, গাঁজা বিক্রেতা, ক্রেতা, লটারি বিক্রেতা, ক্রেতা … এমনকি ক্যারম খেলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা হয়েছে। আর প্রতিটি জিনিষকেই অপরাধ বলে গণ্য করা হয়েছে এবং অপরাধীদের জন্য প্রতিটি অপরাধের ক্ষেত্রে আলাদা আলাদা জরিমানা এবং ক্ষমা চাওয়া ধার্য কর হয়েছে। এছাড়াও যারা এই অপরাধীদের ধরিয়ে দেবে, তাঁদের পুরস্কার বাবদ ১ হাজার টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। আর অপরাধীদের ন্যাড়া করে ঘোরানো থেকে শুরু করে কানধরে উঠবস পর্যন্ত করানোর নিদান আছে।

117176242 1201847846831524 4687927069065345845 o

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ফতোয়ার সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্বব হয় নি। কিন্তু এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে সমাজের কাছে এটি একটি বড় হুমকি হিসেবেই দেখা উচিৎ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর