FAU-G গেম লঞ্চ করল নতুন ট্রেলার। PUBG ব্যান হওয়ার পর FAU-G গেম নিয়ে বেশ আগ্রহী ছিল গেমাররা। বহু কাঙ্খিত সেই ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই তুমুল ভাইরাল (viral video) হয়ে গিয়েছে।
লাদাখের গালওয়ানে চীন ও ভারতের অশান্তির কারনেই ভারত (india) চীনের (china) PUBG mobile সহ ১১৮টি অ্যাপকে ব্যান করবার সিদ্ধান্ত নিয়েছিল। গালওয়ান সীমান্তে কাঁটাযুক্ত লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা করেছিল চীনা সেনারা। ভারতীয়রাও পালটা লড়াইয়ে নামে। গুলি বন্দুক ব্যাবহার না করে শুধু হাতে লড়াই করে চীনা সেনাদের হঠিয়ে দেয়। বেশ কিছু চীনা সেনা তাতে নিহত হয়েছেন বলে খবর। এই গালওয়ান সংঘর্ষই স্থান পেয়েছে ফৌজির নতুন ট্রেলারে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়
জানিয়ে রাখি, ব্যান হওয়ার পর পরই জনপ্রিয় পাবজি গেমের বাজার ধরতে তড়িঘড়ি ঘোষনা হয়েছিল FAU-G গেমের। যার পৃষ্ঠপোষক স্বয়ং অক্ষয় কুমার (aksay kumar)৷ কিন্তু এই গেম কতখানি পাবজির বিকল্প হতে পারবে তা নিয়ে প্রশ্ন তুলে দেন অনেকেই। অক্ষয় কুমার নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে এই গেমের ঘোষনা করেন। একই সাথে এই পোস্টে তিনি এই গেমটির একটি পোস্টারও লঞ্চ করেন।
https://youtu.be/kCH8tem1DjE
তবে সেই পোস্টার শুরু হয় বিতর্ক। FAU-G যে পোস্টারটি তৈরি করেছে তা আসলে একটি জনপ্রিয় মার্কিন ব্যান্ড কলিশন অফ ইনোসেন্স এর টুডে উই রাইজ গানের পোস্টার। যা নিয়ে ব্যাঙ্গ শুরু করে নেটপাড়ার এক অংশ। কেউ কেউ আক্ষেপ করে বলেছে অন্তত পোস্টারটায় তো কিছু নিজস্বতা থাকলে ভালো লাগত। কেউ আবার মজার ছলে বলেছেন পুরো গেমটাই যখন নকল তখন আর আসল পোস্টার তৈরি করে লাভ কি। যদিও এই সমালোচনার বিরুদ্ধে খড়গহস্ত এক অংশের নেটিজেন। তাদের বক্তব্য, পোস্টারটি নকল নয়, শাটারস্টকের এই পোস্টার ক্রয়যোগ্য। তাই এই পোস্টার কিনে তার ব্যাবহার করা বেআইনি নয়।