শ্রীলঙ্কা ক্রিকেটারদের পাক সফর বাতিলের জন্য ভারতকে দায়ী করলেন ফাওয়াদ হুসেন

সন্ত্রাসবাদের ভয়ে পাকিস্তান সফর বাতিল করেছে শ্রীলঙ্কার দশ জন ক্রিকেটার। এই নিয়ে শ্রীলঙ্কার বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তবে এবার শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাল্টা অভিযোগ করলেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ হুসেন। ভারতের হুমকিতেই নাকি শ্রীলঙ্কার ক্রিকেটাররা পাকিস্তান সফর বাতিল করেছে বলে অভিযোগ তুললেন ফাওয়াদ হুসেন। কাশ্মীর ইস্যুকে ঘিরে বার বার ভারতের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ও ভুয়ো অভিযোগ আনছে পাকিস্তান।

চলতি মাসে শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাকিস্তানের মাটিতে খেলার কথা ছিল। কিন্তু হঠাত্ই সেদেশের তরফ থেকে দশ ক্রিকেটার সেখানে খেলতে যেতে নারাজ বলে জানিয়ে দেওয়া হয়। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয় খেলার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছিল ক্রিকেটারদের তারাই এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের এই সিদ্ধান্ত জানার পর ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। সেদের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন এই সিদ্ধান্তের জন্য ভারতকেই দুষছেন। তিনি বলেছেন, ”ক্রীড়া ধারাভাষ্যকাররা আমায় বলেছেন, শ্রীলঙ্কার ক্রিকেটারদের ভয় দেখিয়েছে ভারত। তাদের বলা হয়েছে, পাক সফর প্রত্যাখ্যান না করলে আইপিএল থেকে বের করে দেওয়া হবে। এটা অত্যন্ত নিম্নরুচির কৌশল। খেলা থেকে মহাকাশ সবক্ষেত্রেই উগ্র দেশপ্রেমের নিন্দা করা দরকার। এটা সস্তার চাল ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের।”

 

শোনা গিয়েছে পাকিস্তানকে আতঙ্কিস্থান বলে উল্লেখ করে এই সফর বাতিল করেছে লাসিথ মালিঙ্গা সহ দশ ক্রিকেটার। 2009 সালে পাকিস্তানে জঙ্গী হামলারশিকার হয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। চলতি মাসের 27 তারিখ থেকে 19 শে অক্টোবর অবধি পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার তিন তিনটি একদিন ও টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা। তাই সফরের আগে শ্রীলঙ্কার খেলায়রদের নিয়ে বৈঠকে বসে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তখনই নিজেদের সিদ্ধান্তের কথা জানায় শ্রীলঙ্কার খেলোয়াররা।

 

সম্পর্কিত খবর