বাংলা হান্ট নিউজ ডেস্ক: বোঝা যাচ্ছিল দল কিছু একটা সমস্যায় রয়েছে। গত কয়েকটি ম্যাচে বেশ কিছুবার শেষমুহূর্তে গোল করে দলকে রক্ষা করেছেন ফুটবলাররা। দল টানা চারটি ম্যাচে এভাবে পয়েন্ট সংগ্রহ করে সমর্থকদের খুশি করেছিল। কিন্তু আজ আর সেই ঘটনার পুনরাবৃত্তি হলো না। আরব সাগরের তীরে টানা চার ম্যাচ অপরাজিত থাকার পরে বড় হারের মুখোমুখি হলো এটিকে মোহনবাগান।
রবিবার ফুটবল বিশ্বকাপের শুরুর দিনে এফসি গোয়ার কাছে পুরোদস্তুর নাস্তানাবুদ হয়ে হার মানতে হল জুয়ান ফেরান্দোর। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে লিস্টন কোলাসোদের ৩-০ ফলে হারালো এফসি গোয়া। জঘন্য পারফরম্যান্স এটিকে মোহনবাগান ডিফেন্সের।
মজার ব্যাপার হলো এটিকে ও মোহনবাগান মার্জ হওয়ার পর আজকের আগে অবধি আইএসএলে কলকাতার দলটির বিরুদ্ধে জয় পায়নি এফসি গোয়া। আজকেই প্রথম সবুজ-মেরুন ব্রিগেডের বিরুদ্ধে জয় পেল তারা। এই জয়ের পরে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এফসি গোয়া উঠে এল লিগ টেবলের ৩ নম্বরে। আজ হারের পর এটিকে মোহনবাগান ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নেমে গেল লিগ টেবিলের ৬ নম্বরে।
প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করেও গোল পায়নি। সবুজ মেরুণ গোলরক্ষক বেশ কয়েকবার দলের পতন রোধ করেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে আইবানবা ডহলিংয়ের গোলে এগিয়ে যায় গোয়া। এরপর ব্যবধান বাড়ান সিরিয়ার আমরানাউত। ৮২ মিনিটে মরক্কোর সাদাউওয়ের দূরপাল্লার শট বিশালকে বোকা বানিয়ে এটিকে মোহনবাগানের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। প্রাক্তন এফসি গোয়া কোচ দ্রুত দলের সমস্যার সমাধান না করলে আরও ভুগতে হতে পারে মেরিনার্সদের।