বাংলাহান্ট ডেস্ক : আর্থিক নিশ্চয়তা নিয়ে কমবেশি সকলেই চিন্তিত। তাই সে কারণেই সামান্য পুঁজিটুকুকে ধরে রাখার জন্য বহু মানুষ বেছে নেন ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) মত পরিষেবাগুলোকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যাঙ্কগুলিতে সুদের হার (Interest Rate) ৭-৮%। এই পরিস্থিতিতে বিনিয়োগ করার ক্ষেত্রে বহুজনেই NBFC সংস্থাগুলি অর্থাৎ নন ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল কোম্পানির দিকে ঝুঁকছেন। এখানে এমনই কয়েকটি NBFC -র নাম তুলে ধরা হল, যেগুলি FD -তে 10 শতাংশের বেশি রিটার্ন দিচ্ছে।
হকিন্স কুকারস লিমিটেড : প্রেসার কুকার কেনার ক্ষেত্রে আজও বেশিরভাগ মধ্যবিত্ত ভরসা রাখেন হকিন্সের উপর। তবে, ২০২২ সাল থেকে এই কোম্পানিটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করলেও তার এখনও অনেকেরই অজানা। হকিন্স কুকারস লিমিটেডের এফডি স্কিমে তিন বছরের জন্য টাকা রাখলে বাৎসরিক হিসেবে ১১.৩০ শতাংশ সুদ মিলবে। একই সঙ্গে কমপক্ষে ২৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড : মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের সমৃদ্ধি ক্রমবর্ধমান স্কিম বেশ জনপ্রিয়। এই স্কিমে সিনিয়র সিটিজেনরা ১০.৩২ শতাংশ হারে এবং সাধারণ নাগরিকেরা এক্ষেত্রে ১০.০৭ শতাংশ হারে সুদ পাবেন। এক্ষেত্রে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।
শ্রীরাম সিটি ইউনিয়ন ফিন্যান্স : শ্রীরাম সিটি ইউনিয়ন ফিন্যান্সের ফিক্সড ডিপোজিট স্কিমটি হল ক্রমবর্ধমান স্কিম। এই স্কিমে সাধারণ মানুষের জন্য সুদের হার রয়েছে ১০.৪২ শতাংশ। অন্যদিকে, ১০.৭৭ শতাংশ হারে প্রবীণ নাগরিকদের সুদ দেওয়ার হয়। এক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের জন্য ৫০০০ টাকার FD- তে লক করতে হবে সাধারণ মানুষকে।
কেটিডিএফসি লিমিটেড : কেরল সরকারের আওতাধীন কেটিডিএফসি লিমিটেড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেজিস্ট্রেশন পেয়ে গিয়েছে। এই স্কিমে সাধারণ নাগরিকদের সুদের পরিমাণ ১০ শতাংশের নিচে। প্রবীণ নাগরিকেরা ১০.১৭ শতাংশ হারে সুদ পান। তবে প্রবীণ নাগরিকেরা ১০ শতাংশ সুদ পেতে চাইলে কমপক্ষে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়া কমপক্ষে ৫ হাজার টাকার জন্য বিনিয়োগ করতে হবে।