বাংলাহান্ট ডেস্কঃ ভারতের বন্ধু দেশ ইসরায়েল (Israel), সবসময় বিপদে আপদে ভারতের পাশে থেকেছে। তবে বর্তমানে ইসরায়েল যেভাবে গলফের দুনিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে, তাতে করে বেশ কিছু দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে।
বর্তমানে পশ্চিম এশিয়ায় চলতে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে লেবনানের হিজবুল নেতা দাবি করেছেন, তাদের সংগঠন একবছরের মধ্যে মিশাইলের ক্ষমতা দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, এই মিশাইল যাতে তাদের হস্তগত না হয়, সেবিষয়ে ইসরায়েলের কোন ফন্দি তারা কার্যকর হতে দেয়নি।
লেবনানের হিজবুল নেতা এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, আতঙ্কবাদী সংগঠন হিজবুল্লার কাছে এখন ইসরায়েলে হামলা করার এবং এলাকা দখল করার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। তিনি আরও জানিয়েছেন, আমেরিকার আধিকারিকদের সহায়তায় ইসরায়েল পূর্ব বাঙ্কাস ক্ষেত্রে হিজবুল্লার ডেরায় হামলার হুমকি দিয়েছিল। ইসরায়েল যদি এই ধরণের কোন ঝামেলা করে, তাহলে তারা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
এই ৪ ঘণ্টার সাক্ষাৎকারে হিজবুল নেতা আরও বলেন, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শাসনের শেষ সময়টা নিয়ে খুবই সংশয়ে রয়েছেন তারা। ইরান এবং তাদের সহযোগিতা একসঙ্গে পুরনো প্রতিশোধ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন।
সম্প্রতিদিনে ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছিল, হিজবুল্লা মিসাইল নির্মান কেন্দ্র স্থাপন করার চেষ্টা করছে। তবে ইসরায়েলও কিন্তু কম ক্ষমতাধর দেশ নয়। যে কোন সময়ে তাদের শত্রুপক্ষকে ধূলিস্মাত করে দিতে পারে। এই পরিস্থিতিতে এই সামনাসামনি হুমকির নানারকম ইঙ্গিত হতে পারে। ভবিষ্যতে কোন বড় সংঘর্ষের আগাম বার্তাও হতে পারে।