এশিয়া কাপের আগে আতঙ্কে BCCI! প্রাণ হাতে করে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন কোহলিরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন শ্রীলঙ্কার বাঁ-হাতি ফাস্ট বোলার ইসারু উদানা (Isuru Udana)। মাঠের মধ্যে ফিল্ডিং করার সময় প্রায় সাপের ওপরই পা দিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় শেষ মুহূর্তে তিনি সাপটিকে খেয়াল করে আত্মরক্ষা করতে সমর্থ হন। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কান প্রিমিয়ার লিগের (LPL) সাম্প্রতিক ম্যাচ চলাকালীন একটি এই বিপজ্জনকভাবে ঘটনাটি ঘটেছে। চিন্তার বিষয় হলো কিছুদিন পর এই দেশের মাটিতেই বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম, সাকিব আল হাসানরা জাতীয় দলের হয়ে এশিয়া কাপের ম্যাচ খেলতে নামবেন।

বাউন্ডারি থেকে একটু দূরে ফিল্ডিং করার সময় সাপের উপস্থিতি দেখে তারকা লঙ্কান পেসার ভয় পেয়েছিলেন। তার অভিব্যক্তি বুঝিয়ে দিচ্ছিলো যে ওই সাপটির কামড় থেকে বেঁচে নিজেকে কতটা ভাগ্যবান ভাবছিলেন তিনি। এই ঘটনার একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে।

এই ভিডিওটির ক্লিপটি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গিয়েছে বলে জানা গেছে। ভিডিওটি টুইটারে প্রায় ৮৮,০০০ মানুষের দৃষ্টিগোচর হয়েছে। বেশ কয়েকজন ভক্ত কমেন্ট বক্সে আকর্ষণীয় মন্তব্য করে ঘটনাটির ভয়াবহতা নিয়ে ব্যাখ্যা চেয়েছেন।

আরও পড়ুন: সাকিবের বোলিংয়ের মাঝেই মাঠে সাপ! বাংলাদেশের প্লেয়ার? ভিডিও দেখে প্রশ্ন দীনেশ কার্তিকের

এর এক সপ্তাহ আগেও আরও একটি একই জাতীয় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে দেখে গিয়েছিল সাকিব আল হাসানের বোলিংযের সময় একটি বিরাট আকারের সাপ মাঠে প্রবেশ করেছে এবং পরে সেটি বাউন্ডারি টপকে খেলোয়াড়দের কিট ব্যাগের পাশ দিয়ে ফ্রিজের তলায় আশ্রয় নেয়। এক সপ্তাহ আগে, কলম্বোতে গ্যালে টাইটানস এবং ডাম্বুলা অউরার মধ্যে ম্যাচ চলার সময় এই ঘটনাটি ঘটেছিল এবং ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল।

আরও পড়ুন: কোহলির নাম শুনেই ক্ষেপে উঠলেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগে মাথা ব্যাথা বাড়লো BCCI-এর

সবচেয়ে চিন্তার ব্যাপার হলো ভারতসহ এশিয়া কাপে অংশগ্রহণকারী বাকি দেশগুলো এই মাঠেই পরবর্তী এশিয়া কাপের ম্যাচগুলি খেলবে। ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন যদি এমন কোন একটা ঘটনা ঘটে আর সেখানে কোন ক্রিকেটারের ক্ষতি হয় তাহলে তার দায় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড নেবে তো?

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর