কোহলির নাম শুনেই ক্ষেপে উঠলেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগে মাথা ব্যাথা বাড়লো BCCI-এর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) দুই তারকা ব্যাটার, রোহিত (Rohit Sharma) শর্মা এবং বিরাট কোহলি (Virat Kohli) বিশ্রামে রয়েছেন। ভারতের বর্তমান এবং প্রাক্তন অধিনায়ক ছেড়ে এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরবেন। তার আগে একটি বিশেষ ইভেন্টে সাংবাদিকদের কাছ থেকে বিরাট কোহলি সংক্রান্ত প্রশ্ন শুনেই মেজাজ হারালেন রোহিত শর্মা। বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে।

কোথায় রয়েছেন রোহিত ও বিরাট?
বিশ্বকাপের আগে ভারতীয় দলের প্রস্তুতির স্বার্থে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওডিআই সিরিজের বড় ত্যাগ স্বীকার করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনেই তিন ম্যাচের সিরিজে মাত্র একটি ম্যাচে মাঠে নেমেছেন এবং তার মধ্যে বিরাট কোহলি ওই একটি ম্যাচে ব্যাটিংই করতে নামেননি, যাতে দলের বাকি এবং নবাগত ব্যাটাররা ব্যাটিং অনুশীলন করার সুযোগ পান। এরপর কোহলি বিশেষ চার্টার্ড বিমানে ভারতে ফিরে এসেছেন। রোহিত শর্মা কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ছুটি কাটিয়ে তারপর মুম্বাইয়ে ফিরেছেন।

কেন রেগে গেলেন রোহিত শর্মা?
সম্প্রতি স্প্যানিশ ফুটবল লিগের একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ভারতীয় অধিনায়ক কারণ তিনি হলেন ভারতে লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিরাট কোহলি কেন টি-টোয়েন্টি ফরমেটে খেলছেন না বা কেন তাকে শেষ ওডিআই সিরিজে ব্যবহার করা হয়নি। এই প্রশ্নটি খুব একটা ভালোভাবে নেননি হিটম্যান।

rohit hitman 6

আরও পড়ুন: এবার ভারতীয় দল থেকে বাদ পড়বেন রোহিত শর্মা! কড়া সিদ্ধান্ত নিলো BCCI

রোহিতের সোজাসাপ্টা জবাব:
ভারতীয় অধিনায়ক এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন যে সাংবাদিকরা বা ক্রিকেট ভক্তরা শুধুমাত্র তাদের দু’জনকে নিয়েই অতিরিক্ত ভাবনা চিন্তা করতে থাকেন। এই মুহূর্তে রবীন্দ্র জাদেজার মতো তারকা অলরাউন্ডার ও টি-টোয়েন্টি ক্রিকেটের অংশ নন। যেহেতু এই বছর ওডিআই বিশ্বকাপ রয়েছে তাই কাউকে অতিরিক্ত মাঠে নামিয়ে তাকে ক্লান্ত করাটা তাদের লক্ষ্য নয় বলে জানিয়েছেন রোহিত। ঠিক সময় মত তারা আবার টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামবেন সেটা জানিয়ে দিতে ভোলেননি হিটম্যান।

আরও পড়ুন: অঙ্কে কাঁচা, ইংরেজিতে তুখোড়! মাধ্যমিকে কত পেয়েছিলেন বিরাট কোহলি? ভাইরাল হল মার্কশিট

বিশ্বকাপের প্রস্তুতি:
এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবেই দেখছেন হিটম্যান। বিশ্বকাপের আগে তাদের মিডল অর্ডার নিয়ে যে তারা চিন্তায় রয়েছে সেইটা জানাতে ভোলেননি তিনি। যুবরাজ সিং-এর মতন একজন দাপূটে ব্যাটার, যিনি চার নম্বরে ব্যাটিং করতে নেমে দলকে সামলাতে পারেন, তেমন কারোর অভাব বেশ কয়েক বছর ধরে তারা ভোগ করছেন। তবে রোহিত শর্মা বিশ্বাস করছেন যে শ্রেয়স আইয়ার বা লোকেশ রাহুল সময় মত সুস্থ হয়ে নিজেদের দায়িত্ব সামলাতে ভারতীয় দলে যোগ দেবেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর