বাংলাহান্ট ডেস্কঃ পাক সরকার ইমরান খানের (Imran khan) নির্দেশে রাতারাতি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হল ট্যুইটার (Twitter) এবং জুম (Zoom) অ্যাপকে। পাক সরকারের নির্দেশ মেনে গভীর রাতেই সরিয়ে দেওয়া হল এই অ্যাপ। ধারণা করা হচ্ছে, সম্প্রতি পাকিস্তানে বালুচদের উপর অত্যাচারের প্রসঙ্গে ভিত হয়ে পাকিস্তান সরকার এই পদক্ষেপ নিয়েছেন।
ভয় পেয়েছে পাক সরকার, অভিযোগ
সম্প্রতি পাকিস্তানে বালুচদের উপর অত্যাচারের বিষয়ে একটি ‘ভার্চুয়াল সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছিল। সেই কারণে প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাকিস্তানি সেনাবাহিনী ভয় পেয়েই রাতারাতি ট্যুইটার এবং জুমকে কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্দিষ্ট অঞ্চলে বন্ধ হল অ্যাপ পরিষেবা
ভিডিও স্ট্রিমিং পরিষেবা পেরিস্কোপ, ট্যুইটার অ্যাকাউন্ট, ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিং ওয়েবসাইট জুম কয়েক ঘন্টা ধরে বন্ধ ছিল বলে জানা যায় বালুচিস্তানের পোস্ট মারফত। শুধুমাত্র পাকিস্তানের নির্বাচিত অঞ্চলগুলি ছাড়া, অন্যান্য অঞ্চলের লোকেরা এই দুটি ওয়েবসাইটই ব্যবহার করতে পারছেন।
পাক নাগরিকদের অংশগ্রহণে বাঁধা দেয় পাক সরকার, অভিযোগ
রবিবার ফোরাম ঘোষণা করেছিল যে তারা বেলুচ সাংবাদিক সাজ্জাদ হুসেন এবং পশতুন তাহাফুজ আন্দোলনের নেতা আরিফ উজিরকের রহস্যজনক মৃত্যুর আলোচনা প্রসঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হবে। বালুচ, নবী বখশ বালুচ, গুল বুখারী, আহমেদ ওয়াকাস গড়াইয়া, তাহা সিদ্দিকী সহ বিশিষ্ট ব্যক্তিরা এই ফোরামে উপস্থিত ছিলেন। এই আলোচনা সভায় যাতে পাকিস্তানি নাগরিকরা যোগ দিতে না পারে, সেই জন্য পাক সরকার জুম বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন গেরোয়া।
বাধ্য হয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় ইমরান খান
সম্মেলন পরবর্তীতে এই অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করা হবে বলে জানায় গেরোয়া। অর্থাৎ নাগরিকরা পরবর্তীতে এই সম্মেলনের ভিডিও দেখতে পারেব। পাক সরকারের উপর অভিযোগ ওঠার পর, তিনি জুম এবং ট্যুইটারের উপর থেকে বন্ধ রাখার নিষেধাজ্ঞা তুলে নেন।