এবার স্টাইলের সাথে পাল্টাবে স্বাস্থ্যও! হাতে পড়ুন Samsung galaxy রিং, তারপরেই হবে বাজিমাত

বাংলাহান্ট : সাম্প্রতিক ইভেন্টে Samsung লঞ্চ করেছে Galaxy Z ফোল্ডেবল স্মার্টফোন। এই ইভেন্টে সংস্থার পক্ষ থেকে স্মার্টফোনের পাশাপাশি লঞ্চ করা হয়েছে Samsung Galaxy Ring। অনেকেই স্টাইল ও শখের জন্য হাতের আঙুলে রিং পরেন। তবে Samsung Galaxy Ring শখ পূরণের পাশাপাশি খেয়াল রাখবে আপনার স্বাস্থ্যের। এই রিং আঙুলে পরলে এটি নজর রাখবে আপনার একাধিক বিষয়ে।

Samsung Galaxy Ring’র বিশেষ বৈশিষ্ট্য

একবার সম্পূর্ণ চার্জ দিলে এটি চলতে পারে সাত দিন পর্যন্ত। এমনকি Samsung এতে দিয়েছে AI ফিচার্সও। যুব সম্প্রদায়ের মধ্যে হাতের আঙুলে সোনা, রূপো কিংবা প্লাটিনামের রিং পরার চল রয়েছে। তবে আজকাল প্রযুক্তির ছোঁয়া লেগেছে সবকিছুতেই। এবার সেই প্রযুক্তি নির্ভর রিং বাজারে নিয়ে এল Samsung। এই রিং শুধুমাত্র স্টাইলের জন্য নয়, এতে রয়েছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি। 

   

আরোও পড়ুন : পরপর চারদিন ছুটি হবে আগস্টেই! জাস্ট একবার মাথা খাটান! ডেটগুলো দেখে প্ল্যান করুন শিগগিরই

Samsung Galaxy Ring কিনতে হলে ৩৪ হাজার টাকা খরচ হতে পারে আপনার। ২৪ শে জুলাই থেকে এটি পাওয়া যাবে বাজারে। Titanium Black, Titanium Silver এবং Titanium Gold কালার ভেরিয়েন্টে এই রিং কেনার সুযোগ থাকবে। 5 থেকে 13 নং সাইজে উপলব্ধ হবে এই রিং। এতে থাকা 8MB মেমরি এবং PPG (Photoplethysmography) সেন্সর আপনার হার্টবিট পরীক্ষা করতে পারবে।

samsung galaxy ring hero

এছাড়াও এতে রয়েছে তাপমাত্রা সেন্সর এবং অ্যাক্সিলোমিটারের মতো সেন্সর। এই রিংয়ে Samsung Health অ্যাপও থাকবে। স্যামসাং গ্যালাক্সি রিং-এ গ্যালাক্সি এআই প্রযুক্তি দেওয়া হয়েছে যেটি এনার্জি স্কোর এবং ওয়েলনেস টিপস প্রদান করবে। স্লিপ এআই সাপোর্ট যুক্ত এই রিং ব্যবহারকারীর ঘুমের ধরণ এবং স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর