ফেব্রুয়ারি মাসে এত্ত ছুটি! কোন কোন দিন বন্ধ থাকবে স্কুল, কলেজ অফিস? রইল সরকারি হলিডে লিস্ট

বাংলা হান্ট ডেস্কঃ জানুয়ারি শেষ, এবার ফেব্রুয়ারী মাস। গত মাসে বেশ কয়েকদিন ছুটি (Government Holiday) মিলেছে পড়ুয়া থেকে শুরু করে সরকারি কর্মীদের। ফেব্রুয়ারী মাসেও রয়েছে একাধিক ছুটি। ফেব্রুয়ারী মাস শুরুই ছুটি দিয়ে। সরস্বতী পুজোর উপলক্ষে ফেব্রুয়ারির ২ ও ৩ তারিখে স্কুল ছুটি থাকবে। তবে ২ তারিখ রবিবার পড়ায় আগামীকাল অর্থাৎ ৩ তারিখ সোমবার ছুটি মিলবে।

একনজরে চলতি মাসের ছুটি- Government Holiday

এরপর ১৪ ফেব্রুয়ারি শুক্রবার স্কুল বন্ধ থাকবে। ১৪ তারিখে পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী ও সবেবরাত একই দিনে পড়েছে। অর্থাৎ সেই সময়ও একটি ছুটি মার যাচ্ছে। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রয়েছে আগামী ২১ ফেব্রুয়ারি। হিসেব মতো এই দিনও স্কুলে পঠনপাঠন বন্ধ থাকার কথা থাকলেও মাতৃভাষা দিবস পালন করার জন্য সেদিন স্কুলে যেতে হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আগামী ২৬ ফেব্রুয়ারি ছুটি থাকবে মহাশিবরাত্রি উপলক্ষ্যেও রাজ্যের বিভিন্ন স্কুলে ছুটি থাকবে। এদিকে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক চলবে। সাধারণত যে যে স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে, সেদিন সেই স্কুলে পঠন-পাঠন বন্ধ থাকে।

এনআই অ্যাক্ট, ১৮৮১ অনুযায়ী নতুন বছরে এ রাজ্যে ২৫ দিন ছুটি থাকছে। এ ছাড়াও থাকছে রাজ্য সরকারের ছুটি। জানিয়ে রাখি ২০২৫ সালে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। ২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজোর (২ ফেব্রুয়ারি) পর রামনবমীও পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না।

Government of West Bengal School Holiday

আরও পড়ুন: বৃহস্পতিবারের মধ্যেই…! আরজি কর মামলায় সন্দীপ ঘোষকে নিয়ে বড় খবর, বিরাট সিদ্ধান্ত আদালতের

চলতি বছরের পুজোর ছুটি…

২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর। কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি (Government Holiday) মিলতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর