বাংলাহান্ট ডেস্ক : স্ত্রীকে খুন করে গা ঢাকা দেওয়ার ১০ বছর পরেও ভারতীয় নাগরিক ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেলকে তন্নতন্ন করে খুঁজছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো তথা এফবিআই (Federal Bureau of Investigation)। ২০১৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে স্ত্রীকে নারকীয়ভাবে খুন করেন গুজরাটের বাসিন্দা ৩৪ বছর বয়সী ভদ্রেশকুমার প্যাটেল।
এফবিআই (Federal Bureau of Investigation) তালিকায় এই ভারতীয়
সেই মামলায় ভারতীয় নাগরিক (Indian) ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেল রয়েছেন এফবিআইয়ের ১০ মোস্ট ওয়ান্টেড পলাতকের তালিকায়। ভদ্রেশকুমার প্যাটেলের অবস্থান সম্পর্কে তথ্য জানতে চেয়ে ফের একবার পলাতক অভিযুক্তকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে ঘোষণা করেছে এফবিআই (Federal Bureau of Investigation)।
এফবিআই (FBI) ভারতীয় (Indian) যুবক ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেলকে (Bhadreshkumar Chetanbhai Patel) ধরিয়ে দিলে আড়াই লাখ ডলার পুরস্কারও (Prize) ঘোষণা করেছে, ভারতীয় মুদ্রায় (Indian Currency) যার মূল্য প্রায় প্রায় ২ কোটি ১৬ লাখ টাকা।
আরোও পড়ুন : কেটে গিয়েছে ১৫ মাস! অবশেষে থামল ইজরায়েল-হামাস যুদ্ধ, কী হবে পণবন্দিদের?
বিজ্ঞপ্তিতে এফবিআই জানাচ্ছে, ‘ওয়ান্টেড – সশস্ত্র এবং অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত! এফবিআইয়ের (FBI) দশজন মোস্ট ওয়ান্টেড পলাতক আসামির মধ্যে একজন এই ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেল। তাকে খুঁজে পেতে সহায়তা করুন। ৩৪ বছর বয়সি প্যাটেল তার স্ত্রীকে নৃশংস ভাবে হত্যা করেছিল। সেই মামলায় প্যাটেলকে খোঁজা হচ্ছে। তার সম্পর্কে আপনার কাছে যদি কোনও তথ্য থাকে তবে এফবিআইয়ের সাথে যোগাযোগ করুন।’
আরোও পড়ুন : সইফের উপরে হামলায় চিন্তিত মমতা, ‘শর্মিলাদি’কে বিশেষ বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী
১৯৯০ সালে গুজরাটে জন্মগ্রহণ করা ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেল ২০১৫ সালের এপ্রিল মাসে নৃশংসভাবে হত্যা করেন তার স্ত্রী পলককে। এফবিআই জানাচ্ছে, ২০১৫ সালের ১২ এপ্রিল মেরিল্যান্ডের হ্যানোভারে ডোনাটের দোকানে স্ত্রীকে একাধিকবার কোপানোর অভিযোগ রয়েছে প্যাটেলের বিরুদ্ধে।
ফার্স্ট ডিগ্রি মার্ডার, সেকেন্ড ডিগ্রি মার্ডার, ফার্স্ট ডিগ্রি অ্যাসল্ট, সেকেন্ড ডিগ্রি অ্যাসল্ট এবং আহত করার উদ্দেশ্যে বিপজ্জনক ভাবে অস্ত্র প্রয়োগসহ একাধিক ধারায় অভিযোগ রয়েছে ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেলের বিরুদ্ধে। এই ঘটনার ১০ বছর কেটে গেলেও এফবিআই ধরতে পারেনি ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেলকে।