RG Kar কাণ্ডের মাঝেই যৌন হেনস্থার অভিযোগ! টলিউডে নিরাপত্তা দেবে ‘সুরক্ষা বন্ধু’

বাংলা হান্ট ডেস্ক : আরজি করের তরুণী চিকিৎসক হত্যাকাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। এরইমধ্যে বাংলা বিনোদন জগৎ অর্থাৎ টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রি থেকেও উঠে আসছে একের পর এক নির্যাতনের অভিযোগ। ইতিমধ্যেই মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যৌন নিগ্রহের (Sexual Harassment) ঘটনা ফাঁস করে দিয়েছে হেমা কমিটি। তারপর থেকেই একে একে প্রতিবাদে সরব হয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির (Tollywood) একাধিক অভিনেত্রী (Actress)।

টলিউডে (Tollywood) চালু হল ‘সুরক্ষা বন্ধু’ কমিটি

এমনিতেই তিলোত্তমার নির্মম হত্যার ঘটনা রাতের ঘুম কেড়েছে রাজ্যবাসীর। এই আবহে বিনোদন জগত থেকেও আসছে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ। তাই এবার টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির তারকাদের  নিরাপত্তার স্বার্থে শুক্রবার থেকেই চালু করা হলো ‘সুরক্ষা বন্ধু কমিটি’। নারী সুরক্ষার দাবি জানিয়ে ‘উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স’-এর  তরফে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’-র কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল।

এবার সেই চিঠির প্রেক্ষিতেই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) নেতৃত্বে তৈরি করা হলো এই সুরক্ষা বন্ধু কমিটি।  কিভাবে কাজ করবে এই সুরক্ষা বন্ধু  কমিটি? এপ্রসঙ্গে ফেডারেশন সভাপতি স্বরূপ  বিশ্বাস জানিয়েছেন এবার থেকে বিনোদন জগতের সাথে যুক্ত কোন অভিনেত্রী কিংবা কলা কুশলীদের   বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা মেইল আইডিতে অভিযোগ জানাতে পারবেন।

পাশাপাশি ফেডারেশনের তরফে  চালু করা হয়েছে হেল্প লাইন নাম্বার ৮০১৭০৬৬৬৬৬। তবে আজকিকার কাণ্ডের পর ফ্লিম ইন্ডাস্ট্রি থেকেও এমন অভিযোগ আসতে  থাকায় কার্যত নড়েচড়ে বসেছে ফেডারেশন কর্তৃপক্ষ। তাই ফেডারেশনের তরফে স্পষ্ট  বার্তা দিয়ে জানানো হয়েছে মহিলাদের সঙ্গে অভব্য  আচরণ সমর্থন করে না ফেডারেশন।

আরও পড়ুন : ‘পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো…’ কার নির্দেশে এমন পোস্ট করছেন পুলিশ কর্তারা?

তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ জমা করেননি কেউ। তবে কারও সাথে এমন ধরনের কোনো ঘটনা ঘটলে তাদের  লিখিতভাবে মেইল করে অভিযোগ জানাতে হবে বলে জানিয়েছে ফেডারেশন কর্তৃপক্ষ। ফেডারেশনের তরফ থেকে আরও জানানো হয়েছে লিখিত অভিযোগ  জানানোর পর অভিযোগকারিণীর নামও গোপন রাখা হবে।

Tollywood

সেই সাথে জানানো হয়েছে যে মহিলা অভিযোগ জানাবেন তাকে আইনি বা আর্থিক সাহায্য-ও করবে ফেডারেশন। জানা যাচ্ছে এই কমিটি গঠন করার কথা কলকাতা পুলিশের মুখ্য নগরপাল এবং ডিরেক্টর জেনারেলকেও জানানো হয়েছে। তাদের তরফ থেকেও এক্ষেত্রে সাহায্য করা হবে বলে জানা যাচ্ছে।

এই নতুন কমিটি প্রসঙ্গে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছেন, ‘ইন্ডাস্ট্রির কয়েকজন অভিনেত্রী, কলাকুশলীদের কাছ থেকে বিব্রতকর, লজ্জাজনক, অনৈতিক অভিযোগ উঠেছে। তাঁদের অভিযোগ অনুযায়ী যে অশালীন ব্যবহার করা হয়েছে তাঁদের সঙ্গে সেটা কখনই সমর্থনযোগ্য নয়।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর