বাংলাহান্ট ডেস্কঃ নিজের স্কুটি করেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পার্ক স্ট্রিট থানার মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীপালি অধিকারী। আচমকাই পার্কসার্কাস (Park Circus) ৪ নং ব্রিজের কাছ দিয়ে যাওয়ার সময় তাঁর গলায় কিছু একটা বেঁধে যায়। আর তিনি গুরুতরভাবে আহত হন। দেখা যায় চীনা মাঞ্জায় (china manja) জখম হয়েছেন ওই মহিলা পুলিশ আধিকারিক।
শুক্রবার বিকেলে পার্কসার্কাসের কাছে মা উড়ালপুল দিয়ে নিজের স্কুটি করেই যাচ্ছিলেন পার্ক স্ট্রিট থানার মহিলা ASI দীপালি অধিকারী। আর সেখানেই রাস্তায় বেঁধে থাকা চীনা মাঞ্জায় গলায় আঘাত পান তিনি। এরপর এক ট্রাফিক সার্জন তাঁকে দেখতে পেয়ে দ্রুতই মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে দেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
সাধারণত কাচের গুঁড়ো দিয়ে ঘুড়ির সুতোয় মাঞ্জা দেওয়া হয়। আর তা হয় খুবই ধারালো এবং শক্তিশালী। আবার ঘটনাস্থল একটু বেশি ফাঁকা থাকায় ওই এলাকায় ঘুড়ি ওড়ানোর প্রবণতাও বেশি লক্ষ্য করা যায়। আর সেই কারণে প্রায়শই ওই এলাকায় নানা দুর্ঘটনা ঘটতে দেখা যায়। এদিনও তাঁর ব্যক্তিক্রম হল না।
যদিও এই এলাকায় বেশ কিছুটা জায়গায় পুলিশ লোহার জাল লাগিয়ে দিয়েছে, যাতে করে ঘুড়ির সুতো কোনভাবে মানুষের কোন ক্ষতি করতে না পারে। কিন্তু পার্কসার্কাস এলাকা থেকে বেশকিছুটা জায়গা ফাঁকা ছিল। আর সেখানেই ঘটে যায় এই বিপত্তি।
বর্তমান সময়ে মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ASI দীপালি অধিকারীর। পুলিশ আধিকারিকের গলার ক্ষত বেশ গভীর বললেও, তাঁর অবস্থা সম্পর্কে এখনও কিছু জানায়নি চিকিৎসকরা। পুলিশ এই বিষয়ের তদন্ত শুরু করেছে।