নিজের খাসতালুকেই উদয়নকে ঘিরে বিক্ষোভ মহিলাদের, কোনোরকমে পালিয়ে বাঁচলেন মন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ আজ প্রথম দফার ভোটগ্রহণেই সকাল থেকে উত্তপ্ত কোচবিহার (Coochbehar)। দফায় দফায় উত্তেজনা। একাধিক হিংসা-সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম। আর এরই মাঝে বিকেলে ফের চড়ল পারদ। ভেটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন (Udayan Guha) গুহকে ঘিরে বিক্ষোভ গ্রামের মহিলাদের। নিজের খাসতালুকেই নেতাকে ঘেরাও স্থানীয় মহিলাদের। পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই চলল বিক্ষোভ।

কী ঘটেছিল? শুক্রবার সকাল থেকেই অশান্ত হয়ে ওঠে দিনহাটার ভেটাগুড়ি এলাকা। অভিযোগ, দিনহাটা ১(বি)-র তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধর করে বিজেপি। এরপরই দিনহাটা থানায় যান উদয়ন গুহ। গোটা ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনে ধর্না দেন স্থানীয় তৃণমূল নেতা জয় ঘোষ।

ওই ঘটনায় বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এর প্রতিবাদেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। অভিযোগ, এটা উদয়ন গুহর জন্যই এসব হয়েছে। এই নিয়েই উদয়নকে ঘিরে চলতে থাকে মহিলাদের বিক্ষোভ।

গ্রেফতার হওয়া ওই বিজেপি পঞ্চায়েত সদস্যকে না ছাড়লে উদয়ন গুহকে বেরোতে দেওয়া হবে না বলে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। পুলিশ ঘটনাস্থলে এসে মহিলাদের বোঝানের চেষ্টা করলেও পরিস্থিতি সামালে আসেনি। এরপরই কোনও রকমে গ্রাম ছাড়েন উদয়ন। পুলিশি প্রহরায় এলাকা ছাড়েন তিনি।

udayan

আরও পড়ুন: তৃণমূল টিকিট না দিলেও নো চাপ! বোল্ড ছবি শেয়ার করে নুসরত লিখলেন, ‘আই…’!

যদিও এই ঘটনার প্রেক্ষিতে বিধায়কের পাল্টা দাবি, “এখানে সব মহিলা বিক্ষোভ দেখাচ্ছেন না। প্রায় হাজারের বেশি ভোটার আছে এখানে। কয়েকজন বিক্ষোভ দেখাচ্ছেন। এদের সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। এসব বিজেপি করেছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর