কোথায় নারী নিরাপত্তা? হাইকোর্ট চত্বরে আক্রান্ত খোদ মহিলা সাংবাদিক! তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলা হান্ট

বাংলা হান্ট ডেস্কঃ খাস কলকাতায় আক্রান্ত মহিলা সাংবাদিক। শুক্রবার বেলা ৩:৩০ নাগাদ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই এই নিয়ে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতিবাদে ফুঁসে উঠেছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumodar)। এহেন ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলা হান্ট (Bangla Hunt)।

হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে যা ঘটল…

গতকাল বেলা ৩:৩০ নাগাদ বঙ্গ টিভির সাংবাদিক রোজিনা রহমান এবং চিত্র সাংবাদিক সঞ্জীব বসু হাইকোর্টের ‘বি’ গেটে কর্মরত অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকাই কালো কোট পরিহিতা কয়েকজন মহিলা সঞ্জীবের ওপর চড়াও হন বলে অভিযোগ। অকথ্য ভাষায় হুমকি দেওয়ার পাশাপাশি ধাক্কাধাক্কি, মারধর শুরু হয়।

এই অবস্থায় সহকর্মী সঞ্জীবকে বাঁচাতে এগিয়ে আসেন বঙ্গ টিভির সাংবাদিক (Reporter) রোজিনা। তখন ওই মহিলারা তাঁর ওপর চড়াও হন। তাঁকে হেনস্থা করা হয়, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরে দীর্ঘ বচসার পর সেই ফোন ফেরত দেওয়া হয়।

আরও পড়ুনঃ ৫০ লাখি গাড়ির ব্রেক ফেল! মামলা হতেই কলকাতা হাইকোর্টে যা হল… জোর শোরগোল!

ইতিমধ্যেই এই নিয়ে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রোজিনা। সেখানে গতকালের ঘটনার সম্পূর্ণ বিবরণ তুলে ধরার পাশাপাশি তিনি লিখেছেন, ‘এমতাবস্থায় আমি ও আমার ক্যামেরা পারসন খুবই আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত। আজ হাইকোর্টের মতো জায়গায় আমাদের এই পরিস্থিতি হলে বাকি কোনও জায়গাতেই আমরা সুরক্ষিত নই। যে কোনও সময় আমাদের প্রাণ সংশয়ও হতে পারে। আমার বিনীত নিবেদন উপরিউক্ত বিষয়টি বিবেচনা করে একটা এফআইআর করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে উপকৃত হব’।

Female reported attacked in Calcutta High Court area

এদিকে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে মহিলা সাংবাদিকের হেনস্থা হওয়ার এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকালে তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘কলকাতা হাইকোর্ট চত্বরে বঙ্গ টিভির বিশিষ্ট সাংবাদিক রোজিনা রহমানের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। বর্তমান বাংলায় নারী সুরক্ষিত নয়, তা আবার প্রমাণিত। এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাই’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর