বহুদিন পর বাংলা সিরিয়ালে কামব্যাক করছেন মানসী! অভিনেত্রীর অনুরাগীদের জন্য এল বিরাট সুখবর

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিনেমা জগতের অত্যন্ত দাপুটে একজন অভিনেত্রী হলেন মানসী সিনহা (Manasi Sinha)। একটা সময় অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করলেও এখন তিনি হাত পাকাচ্ছেন সিনেমা পরিচালনার কাজে। এই মুহূর্তে মানসীর (Manasi Sinha) হাতে রয়েছে একের পর এক সিনেমার কাজ। প্রায় সারা বছরই হাতে ঠাসা কাজ থাকে তাঁর (Manasi Sinha)।

নতুন মেগায় ফিরছেন মানসী সিনহা (Manasi Sinha)

অভিনয়ের পাশাপাশি এখন নিজেও সিনেমা পরিচালনার কাজ করছেন মানসী। তাঁর  পরিচালিত সিনেমা, ‘এটা আমাদের গল্প’ ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। এছাড়াও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মানসী পরিচালিত সিনেমা  ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ সিনেমার গল্প।

মানসী পরিচালিত এই সিনেমাটি আসছে শুভঙ্কর মিত্রের ‘ধাগা’ প্রোডাকশনের প্রযোজনায়। পুজো মিটতেই এবার অভিনেত্রীর অনুরাগীদের জন্য এল এক দারুণ সুখবর। ছোট পর্দার দর্শকদের কাছে কখনও খলনায়িকার চরিত্রে আবার কখনও গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন মানসী।

যদিও বেশ অনেকদিন হয়ে গেল অভিনেত্রীর হাতে নতুন কোনো চরিত্র নেই। তাই অনেকদিন হয়ে গেল তাঁকে আর বাংলা সিরিয়ালের সেভাবে দেখা যায় না। তবে অনুরাগীরা কিন্তু বহুদিন ধরেই মানসীর কামব্যাক করার অপেক্ষায় রয়েছেন। টেলিপাড়া সূত্রে খবর খুব তাড়াতাড়ি বাংলা সিরিয়ালের জগতে আবার কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী।

আরও পড়ুন : RG Kar কাণ্ডে অনশনে দেবলীনা! বিবাহ বিচ্ছিন্না স্ত্রী’র উদ্দেশ্যে বিশেষ বার্তা তথাগতর

টেলিপাড়া সূত্রে খবর খুব তাড়াতাড়ি প্রথম সারির কোনো এক বিনোদনমূলক চ্যানেলে দেখা যাবে মানসীকে। প্রযোজনার দায়িত্বেও থাকবে কোনো এক নামী প্রযোজনা সংস্থা। সূত্রের  খবর, এই প্রযোজনা সংস্থার সাথে যুক্ত রয়েছেন বাংলা সিনেমার কোনো এক বিখ্যাত অভিনেতা। একান্নবর্তী বাঙালি পরিবারের গল্প দেখা যাবে এই ধারাবাহিকে।

Manasi Sinha

সূত্রের খবর, ধারাবাহিকের এই বিশেষ চরিত্রে আগে অভিনেত্রী তনিমা সেনের অভিনয় করার কথা ছিল। কিন্তু তাঁর সময় নিয়ে সমস্যা হওয়ায় এই চরিত্রের প্রস্তাব যায় অভিনেত্রী মানসী সিনহার কাছে। আপাতত ঠিক হয়েছে এই চরিত্রটিতে তিনিই অভিনয় করবেন। এখন শুধু এই সিরিয়ালের শুটিং শুরুর অপেক্ষা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর