চিরঘুমে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’র টুনু! স্বামী হারা অভিনেত্রী অনুরাধা রায়

বাংলা হান্ট ডেস্ক : পুজোর পরেই, বাংলা বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে ৬৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা দেবরাজ রায় (Debraj Roy)। ১৭ অক্টোবর বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার টুনু। বর্ষীয়ান এই অভিনেতার (Debraj Roy) মৃত্যুতে স্বামী হারা হলেন অভিনেত্রী অনুরাধা রায়।

চিরঘুমে দেবরাজ রায় (Debraj Roy)

এই বয়সে এসে কাছের মানুষ হারিয়ে কার্যত শোক স্তব্ধ অভিনেত্রী। গতকাল সল্টলেকের আইএলএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা (Debraj Roy)। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন দেবরাজ রায়। এই কারণেই অভিনয় জগৎ থেকেও সরে এসেছিলেন অভিনেতা। তবে একটা সময় বাংলা সিনেমায় দাপটের সাথে অভিনয় করার পাশাপাশি দূরদর্শনে বেশ কিছুদিন কাজ করেছিলেন সংবাদ পাঠক হিসেবেও।

তাঁর  কন্ঠে শোনা গিয়েছে বেশ কিছু শ্রুতি নাটক-ও। তাই তাঁর এই মৃত্যু নিঃসন্দেহে বাংলা সিনেমা জগতের এক নক্ষত্রপতন। বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেতার প্রথম সিনেমাই ছিল বাংলার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সাথে। সত্যজিৎ রায় পরিচালিত ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমায় অভিনয় করেই প্রথম বিনোদন জগতে  হাতেখড়ি হয় দেবরাজ রায়ের।

আরও পড়ুন : শান্টু অভিনেতা সৈয়দ আরেফিনের জীবনে এল নতুন সদস্য! নিজেই জানালেন সুখবর

এই সিনেমার তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল ‘টুনু’। প্রথম সিনেমাতেই তার অভিনয় নজর কাড়ে বাংলা সিনেমা প্রেমীদের। ব্যাস, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। এরপর তাঁর কাছে একে একে সুযোগ আসে মৃণাল সেন, তরুন মজুমদার, তপন সিংহ, কিংবা বিভূতি লাহার মতো প্রখ্যাত সব পরিচালকদের সাথে কাজ করার।

Debraj

বিশেষ করে ১৯৭১  সালে মৃণাল সেন পরিচালিত ‘কলকাতা ৭১’- এ তাঁর  অভিনয় ছিল অনবদ্য। এছাড়াও ‘মর্জিনা আব্দুল্লাহ’ সিনেমাতেও তাঁর  অভিনয় আজও চোখে লেগে রয়েছে বাংলা সিনেমা প্রেমীদের।  এমনই একজন প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে কার্যত শোকোস্তব্ধ গোটা বাংলা সিনেমা জগৎ।  শোকাহত রঞ্জিত মল্লিক থেকে শুরু করে বিপ্লব চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ অভিনেতারাও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর