শুনেই  ‘বমি পাচ্ছে’! অরিজিতের ‘গলায়’ নিজের গাওয়া গান শুনে এ কি বললেন মৌসুমী ভৌমিক

বাংলা হান্ট ডেস্ক : আরও একবার শিরোনামে অরিজিৎ সিং (Arijit Singh)। এমনিতে গানই একমাত্র জিনিস যা স্থান-কাল-পাত্রের গণ্ডি পেরিয়ে ছুঁয়ে যায় মানুষের মন। এমন কিছু কিছু গান থাকে যার কথা ও সুর কোনদিনও পুরনো হওয়ার নয়।  দিনের পর দিন শুনতে শুনতে এই গানগুলো কখন যেন খুবই আপন হয়ে ওঠে।  বাংলা গানের জগতের এমন একটি কালজয়ী গান, ‘আমি শুনেছি সেদিন তুমি’। জনপ্রিয় গায়িকা মৌসুমী ভৌমিকের (Maushumi Bhowmik) কন্ঠে এই গান আজও শোনায় একেবারে নতুনের মতো।

শুনেই  ‘বমি পাচ্ছে’! অরিজিতের (Arijit Singh) ‘গলায়’ নিজের গান শুনে চটলেন আসল গায়িকা

এবার বাংলা গানের জগতের এই ক্লাসিক গান নিয়েই তৈরি হলো নতুন বিতর্ক। সম্প্রতি এই গানটি নিয়ে মৌসুমী ভৌমিকের করা একটি পোস্ট শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে নানা মহলে। এদিন গায়িকা তাঁর এই কালজয়ী গানের এটি রিমেক ভার্সন শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুনে বমি বমি পাচ্ছে’।

শিল্পী  মৌসুমীর  শেয়ার করা এই রিমেক ভার্সনের গানটি শোনা যাচ্ছে দেশের বর্তমান টপ সিঙ্গার অরিজিৎ সিং (Arijit Singh) -এর গলায়। জিরো বিট নামে একটি ইউটিউব চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে এই গান। তবে এই গানটি আদৌ অরিজিৎ সিং গেয়েছেন নাকি এআইয়ের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে তা স্পষ্ট নয়। যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্বয়ং গায়িকা নিজেও।

তাই এই গান শেয়ার করে নিয়ে ক্যাপশনে তিনি সোজা সাপটা লিখেছেন, ‘আমার মনে হচ্ছে এটা এ আই। পুরো গানটা শুনলাম এখন  বমি বমি পাচ্ছে। আমি আসলেই অনেক পিছিয়ে পড়েছি।’

আরও পড়ুন : TRP-র অভাব! মাত্র ৩ মাসেই মিহি-মধুবনীর সফর, আনন্দীর আগমনে অসময়ে শেষ মোহনার মেগা

মৌসুমীর এই পোস্টের কমেন্ট সেকশনে উপচে পড়েছে নেটিজেনদের মন্তব্য। একজন লিখেছেন, ‘আমিও বিশ্বাস করি এটি AI কম্পোজিশন!এ গানটি সকল শ্রোতার প্রাণের গান তাই এটা যেনো তেনো ভাবে উপস্থাপন করা একধরনের সাহস বৈকি!’ খারাপ লাগার কথা জানিয়ে অপর একজন লিখেছেন, ‘গানটি এতই আপন যে এই গানটিকে যত্রতত্র খুব লঘু অর্থে ব্যবহার করতে দেখলে শুনলে খুব কষ্ট হয়। আর এ তো খুব খারাপ।’ এছাড়াও তীব্র নিন্দা করে অপর একজন অনুরাগী লিখেছেন, ‘জঘন্য। টেকনোলজির অপব্যবহার। স্রষ্টাকে অপমান করেছে। এই গানটা কি যে ভালো লাগার গান সেটা বলে বোঝতে পারব না।’

Arijit Singh

তবে এখানে বলে রাখি এই গানটি অরিজিৎ (Arijit Singh) গাননি। আসলে এই গানটিতে AI ব্যবহার করা হয়েছে। সেকথাই মৌসুমীর উদ্দেশে জানিয়ে একজন লিখেছেন,‘যে সংস্থা ইউটিউবে গানটি রিলিজ করেছে, তারা নিজেরাই কমেন্টে স্বীকার করেছে যে গানটা AI দিয়ে তৈরি হয়েছে। এক কথায় জঘন্য বললেও কম বলা হয়!’ উল্লেখ্য ইউটিউবে এই রিমেক ভার্সনের গানটির বিবরণীতে উল্লেখ-ও করা হয়েছে এটি আর্টিফিশিয়াল ইনটালিজেন্সের সাহায্য নিয়ে তৈরি করা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর