বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে রোনাল্ডোদের কোচিংয়ের দায়িত্ব ছাড়লেন পর্তুগিজ কোচ ফের্নান্দো স্যান্টোস  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সাম্প্রতিক অতীতে পর্তুগালের মতো দুর্দান্ত স্কোয়াড খুব কম ফুটবল খেলিয়ে দেশের হাতেই ছিল। তা সত্ত্বেও গত তিন বছরের বড় কোন সাফল্য পাইনি পর্তুগিজরা। ২০২০-র শুরু থেকে ২০২২-এর শেষ অবধি একবার ইউরো কাপে, দুবার নেশন্স লিগে এবং সাম্প্রতিক অতীতে বিশ্বকাপে হতাশ করেছে পর্তুগাল দল। সেই ব্যর্থতার দায় নিয়ে এবার পর্তুগাল সিনিয়র ফুটবল দলের কোচিংয়ের দায়িত্ব ছাড়লেন ফের্নান্দো স্যান্টোস।

যখন পর্তুগিজ দলের দায়িত্ব নিয়েছিলেন ফের্নান্দো স্যান্টোস, তখন অত্যন্ত সঙ্গীন অবস্থা ছিল দলের। কোনক্রমে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা পর্তুগাল দল তাদের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোটের কারণে হাফ-ফিট অবস্থায় মাঠে নামায় এবং তার অনেক চেষ্টা সত্ত্বেও গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল। সেই অবস্থা থেকে স্যান্টোসের শুরুটাও হয় অত্যন্ত বাজেভাবে। পর্তুগিজ কোচ হিসেবে হার দিয়েই নিজের যাত্রাটা শুরু করেছিলেন তিনি।

   

1671166170638

কিন্তু এরপর ৮ বছর ধরে তিনি পর্তুগালকে মোট ১০৯ টি ম্যাচে কোচিং করিয়েছেন। পর্তুগালের ফুটবল ইতিহাসে যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব ছিল সেই আন্তর্জাতিক ট্রফির অভাব তিনি ঘুচিয়েছেন। ২০১৬ সালে খাতায়-কলমে অনেক দুর্বল স্কোয়াড এবং একটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওপর ভর করে তিনি দেশকে এনে দিয়েছিলেন নিজেদের বহুকাঙ্খিত ইউরো কাপ বিজয়ী শিরোপা। তার তিন বছর পরে পর্তুগালকে নেশন্স লিগ জিতিয়েছিলেন তিনি।

এর মাঝে পর্তুগাল দলেও অনেক পরিবর্তন ঘটেছে। ২০১৯ থেকেই পর্তুগাল স্কোয়াডে দেখা যায় তারকার সরাসরি। কিন্তু এত জন তারকাকে একসাথে পেয়েও নিজের রক্ষণশীল মানসিকতা পাল্টাননি স্যান্টোস। যার জন্য অনেকেই তার সমালোচনাও করে থাকেন। সেই সমালোচনার লাগাম ফিরে যায় পর্তুগালের চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর।

তাই অবশেষে ব্যর্থতার দায় নিয়ে তাকে ছাড়তে হয়েছে নিজের পদ। পর্তুগালের কোচিং করানোকে নিজের স্বপ্ন পূরণ এবং জীবনের সেরা অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফের্নান্দো স্যান্টোস। তিনি পর্তুগিজ ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল কোচ। তবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন মনে করেছে যে এখনই সঠিক সময় একটা নতুন যাত্রা শুরু করার। পরবর্তী কোচ হিসাবে বেশ কিছুজনের নাম জল্পনা উঠে আসছে তার মধ্যে প্রথম সারিতে রয়েছে এএস রোমার বর্তমান ও ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় কোচ জোসে মৌরিনহো।

 

ad2
Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর