বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। একজন কাশ্মীরি বাদে বাকি সকলেই হিন্দু পর্যটক। প্রত্যেকের প্রিয়জনের সামনে তাঁদের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে তারপর গুলি করা হয়েছে। নৃশংস হত্যালীলার বদলায় একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে সরকার। এর অঙ্গ হিসেবে পাকিস্তানের বেশ কয়েকজন তারকার (Hania Aamir) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও নিষেধাজ্ঞা জারি হয়েছে দেশে। কিন্তু তাতেও রোখা গেল না দেশের কিছু ‘অত্যুৎসাহী’ নেট নাগরিকদের। সরকারের নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রিয় পাকিস্তানি নায়িকাকে দেখতে নতুন কৌশল বের করে ফেললেন তারা।
সরকারকে তোয়াক্কা না করে হানিয়াকে (Hania Aamir) দেখতে নতুন ফন্দি ভারতীয়দের
ভারতে যাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে তাঁদের মধ্যে অন্যতম হানিয়া আমির (Hania Aamir), এদেশে যাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। সেই হানিয়া নিষিদ্ধ হতেই হাহাকার পড়েছিল তাঁর অনুরাগীদের মধ্যে। কয়েকজনের আবার ‘হানিয়া প্রীতি’ এতটাই বেশি যে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নজর রাখতে তারা VPN এর দ্বারস্থ হয়েছে। সরকারকে তোয়াক্কা না করেই দেদারে চলছে ‘বেআইনি’ নজরদারি। তা আবার বুক ফুলিয়ে বলছেনও। আর এসব দেখেশুনে হানিয়ার (Hania Aamir) প্রতিক্রিয়াও চমকপ্রদ।
ভিপিএন ব্যবহার করছেন অনেকে: ব্লক করা ইনস্টাগ্রাম প্রোফাইল গুলি খুললেই সতর্ক বার্তা ভেসে আসছে, ‘ভারতে অ্যাকাউন্ট উপলব্ধ নয়। কারণ এই অ্যাকাউন্টগুলি রেস্ট্রিকশন এর জন্য আইনি অনুরোধ মেনে চলছি আমরা’। তাই অনেকে এক ধাপ এগিয়ে বাঁকা পথে VPN এর মাধ্যমে যোগাযোগ রাখছেন হানিয়ার (Hania Aamir) সঙ্গে। একদিকে দেশের সরকার যখন এই ঘৃণ্য হামলার প্রতিবাদে তৎপর হয়ে উঠেছে, তখন এদেশেরই কিছু মানুষ কার্যত ‘বেআইনি’ ভাবে উঁকি দিচ্ছেন পাকিস্তানি নায়িকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
আরো পড়ুন : জায়গা পালটেও রেহাই নেই, এবার পুলিশি হেনস্থার মুখে মুর্শিদাবাদের নিহতদের পরিবার! অভিযোগ ঘিরে শোরগোল
কী প্রতিক্রিয়া অভিনেত্রীর: জনৈক নেটনাগরিক হানিয়ার (Hania Aamir) ছবিতে গিয়ে কমেন্ট করেন, ‘হানিয়া শুধু তোমার জন্য ভিপিএন এর সাবস্ক্রিপশন নিয়েছি। ভারত থেকে ভালোবাসা’। উত্তরে কখনো হানিয়াকে পালটা ভালোবাসা পাঠাতে দেখা গিয়েছে, কখনো আবার অনুরাগীদের আবেগ দেখে তিনি লিখেছেন, ‘এবার কেঁদেই দেব’।
আরো পড়ুন : ‘লেটেন্ট’ বিতর্কের দু মাস পার, বিরাট চমক দিয়ে নতুন মাইলফলক অতিক্রম করলেন রণবীর এলাহাবাদিয়া
প্রসঙ্গত, সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয় হানিয়ার (Hania Aamir) নামে। সেখানে দেখা গিয়েছিল, অভিনেত্রী নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন, অ্যাকাউন্ট নিষিদ্ধ করার বিষয়টি পুনর্বিবেচনা করতে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি রকমের বিতর্ক শুরু হলে মুখ খোলেন হানিয়া। তিনি স্পষ্ট বলেন, এমন কোনো মন্তব্যই তিনি করেননি। একই সঙ্গে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হানিয়া বলেন, একদল উগ্রপন্থীদের কার্যকলাপ গোটা দেশকে বা দেশবাসীর প্রতিনিধিত্ব করে না।