বাংলাহান্ট ডেস্ক: চলতি মাসে বলিউডের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা নিঃসন্দেহে রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ে। পাঁচ বছর সম্পর্কে থাকার পর গত ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। শুরু থেকেই কার্যত বুক ফুলিয়ে প্রেম করেছেন দুজনে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে আলাপ এবং সম্পর্ক শুরু হওয়ার পর ছবির শুটিং শেষ হতেই বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন রণলিয়া জুটি।
বাংলা নববর্ষের ঠিক আগের দিন মুম্বইয়ে রণবীরের অ্যাপার্টমেন্ট বাস্তুতে বসেছিল ‘রালিয়া’ জুটির বিয়ের আসর। বর কনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে সাত পাক ঘোরেন তাঁরা। তারপর শনিবার রাতে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের জন্য রিসেপশন পার্টির ব্যবস্থাও করেছিলেন রণবীর আলিয়া।
কিন্তু অদ্ভূত ভাবে বিয়ে কিংবা রিসেপশন, দুটি অনুষ্ঠানেই অতিথিদের তালিকা থেকে বাদ পড়েছে কিছু উল্লেখযোগ্য নাম। বিয়ে খুব কম সংখ্যক লোকজনদের নিয়ে হলেও রিসেপশনে চাঁদের হাট বসেছিল রণবীর আলিয়ার বাড়িতে। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন সঞ্জয় লীলা বনশালি থেকে বলিউডের বচ্চন পরিবার, যা ভাবিয়ে তুলেছে নেটনাগরিকদের।
রণবীর আলিয়ার বিয়েতে আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়েছে সঞ্জয় লীলা বনশালি, সিদ্ধার্থ আনন্দ, বিক্রমজিৎ সিং এবং অমিতাভ বচ্চনের মতো নাম। এঁদের মধ্যে সিদ্ধার্থ আনন্দ হলেন রণবীরের ছোটবেলার বন্ধু এবং ‘বচনা অ্যায় হাসিনো’র পরিচালকও বটে।
রণবীর অভিনীত ‘রয়’ ছবির পরিচালক হলেন বিক্রমজিৎ। পরিচালক সঞ্জয় লীলা বনশালির নাম অতিথিদের তালিকা থেকে বাদ পড়া চমকপ্রদ ঘটনা বটে। কারণ রণবীরকে তিনিই এনেছিলেন ইন্ডাস্ট্রিতে। অন্যদিকে আলিয়াকেও কেরিয়ারের অন্যতম সেরা ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াবাদি’ দিয়েছেন তিনিই।
এছাড়াও অতিথিদের তালিকা থেকে বাদ পড়েছে বচ্চন পরিবারের নাম। বিয়ের অনুষ্ঠানে কাপুর খানদানের আত্মীয় হিসাবে শ্বেতা বচ্চন নন্দা এবং নভ্যা নন্দা উপস্থিত থাকলেও রণবীর আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ সহ অভিনেতা অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানানো হয়নি।